WB Recruitment: রাজ্যে স্বচ্ছ ভারত মিশন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অপেক্ষারত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর এবং সুবর্ণ সুযোগ। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সুখবর তথ্যের বিস্তারিত সমাধান নিয়ে। আবেদনের আগে অবশ্যই প্রতিবেদনটি ভালো করে অধ্যায়ন করুন এবং তারপর আবেদন করুন।
Swachh Bharat mission Gramin recruitment
1. ডিস্ট্রিক্ট কোরিডিনেটর
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য একজন প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে বা স্নাতকোত্তর যেকোন একটি বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে এবং 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 30 বছর থেকে 40 বছরের মধ্যে বয়সী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
শূন্যপদ : ডিস্ট্রিক্ট কোরিডিনেটর পদে 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : ডিস্ট্রিক্ট কোরিডিনেটর পদে কাজের জন্য প্রার্থীকে 27000 টাকা বেতন দেওয়া হবে।
2. এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোরিডিনেটর (মেকানিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা : আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের ডিপ্লোমা অর্জন করতে হবে।
বয়সসীমা : এই পদের জন্য আবেদনকারীর বয়স 25 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এই বয়সের মধ্যে উপরের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবে।
শূন্যপদ : এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোরিডিনেটর ( মেকানিক্যাল ) পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য আবেদন প্রার্থীকে প্রতিমাসে বেতন হিসাবে 24000 টাকা দেওয়া হবে।
3. ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা : আবেদনের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ও’ লেভেল কম্পিউটার উপর গ্রেজুয়েশন করতে হবে এবং আবেদনকারীর কম্পিউটারের টাইপিং এর গতি 42 WPM হতে হবে।
বয়সসীমা : এই পদে 37 বছর বয়সের মধ্যে যেকোন প্রার্থী আবেদন করতে পারবে।
শূন্যপদ : ডাটা এন্ট্রি অপারেটর পদে 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : ডাটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 11990 টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
আবেদন করার পদ্ধতি
উপরোক্ত পদগুলিতে প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
★ আবেদনের জন্য আবেদন প্রার্থীকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে এবং তার মধ্যে থাকা আবেদনপত্রটির প্রিন্ট আউট বার করতে হবে।
★ তারপর আবেদনপত্রটি আবেদন পোষ্টের নাম, আবেদনকারীর নাম, বাবার নাম, আবেদনকারী পার্মানেন্ট ঠিকানা, জন্ম তারিখ, ন্যাশনালিটি, রিলিজিয়ান্স, আইডেন্টি প্রুভ এর নাম্বার, বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
★ আবেদনপত্রটি পূরণ করার পর আবেদনপত্র সহিত নিচের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে নোটিফিকেশনে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
Swachh Bharat Mission (Gramin) Darjeeling Recruitment 2024 আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের নিচের নথিপত্র গুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
- আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
- কম্পিউটার শিক্ষা এবং অভিজ্ঞতার শংসাপত্র।
- আইডেন্টিটি প্রুভ হিসাবে ভোটার কার্ড/আধার কার্ড ।
- 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
নিয়োগ প্রক্রিয়া : এই পদগুলিতে আবেদন প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত করা হবে। প্রতিটি পদের পরীক্ষা নাম্বার ও ইন্টারভিউ নাম্বার বিস্তারিত জানার জন্য অফিসার নোটিফিকেশনটি ভালো করে অধ্যায়ন করুন।
আবেদনের শেষ তারিখ : এই পদগুলোতে আবেদনকারীরা সর্বোচ্চ 15 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।
Official Website – Click Here
Official PDF Notification – Download