LIC Policy – ভবিষ্যৎ এর কথা ভেবেই সকলে বিনিয়োগ করেন। আর বিনিয়োগ করার জন্য সকলেই ঝুঁকিহীন বিনিয়োগের বিকল্পের খোঁজ করেন। তাই বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই LIC-র বিভিন্ন পলিসি (LIC Policy) বেছে নেন।কারন এতে ভাল রিটার্ন পাওয়া যায়, তবে অনেক সময় দেখা যায় পলিসি শুরু করার পর অনেকে এই পলিসি চালিয়ে যেতে পারেন না। LIC-র বিমা পলিসির মেয়াদপূর্তির আগেই বন্ধ করে ফেলেন।
আপনারও এলআইসির বিমা বা LIC Policy রয়েছে কি? কিন্তু সময় মতো মাসিক কিস্তি দিতে না পারায় সেই বিমা বন্ধ হয়ে গিয়েছে কি? তবে আপনার জন্য রয়েছে সুখবর। আপনার যদি পুরনো কোনও পলিসি থেকে থাকে, তাহলে তা সহজেই ফের চালু করতে পারবেন। পুরনো LIC পলিসি (LIC Policy) ফের চালু করার সুযোগ দিচ্ছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। শুধু তাই নয় নতুন করে পলিসি চালু করার ক্ষেত্রে বিশেষ ছাড়ও পাওয়া যাবে। কিভাবে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
এলআইসি-র সংস্থার তরফে জানানো হয়েছে এর জন্য স্পেশাল রিভাইভাল ক্যাম্পেন চালু করা হয়েছে। যাদের LIC Policy বন্ধ হয়ে গেছে তারা এই কর্মসূচির অধীনে বন্ধ হয়ে যাওয়া পলিসি নতুন করে চালু করতে পারবেন। তবে পলিসি চালু করার জন্য লেট ফি (Late Fee) দিতে হবে। এর পাশাপাশি পুরনো পলিসি চালু করার একটি শর্তও রয়েছে।
বন্ধ পলিসি (LIC Policy) নতুন করে চালু করার শর্ত ?
বন্ধ হওয়া পলিসি নতুন করে চালু করার একটাই শর্ত রয়েছে। শর্তটি হল ৫ বছরের বেশি সময় অবধি যদি কোনও পলিসির প্রিমিয়াম না দেওয়া হয়, তবে তাদের বিমাটি আর চালু করা যাবে না। এই কর্মসূচির অধীনে পাঁচ বছরের কম সময় অবধি বন্ধ থাকা পলিসিগুলিকে চালু করা যাবে।
আরও পড়ুন – Gold Price Today – সুখবর এক ধাক্কায় অনেকটা পড়লো সোনার দাম। দেখুন আজকের সোনার দাম।
LIC Policy নতুন করে চালু করার জন্য কত লেট ফি দিতে হবে ?
যে কোনও বন্ধ হয়ে যাওয়া পলিসিই (LIC Policy) পুনরায় চালু করার জন্য লেট ফি জমা দিতে হয়। তবে এই লেট ফি এর উপরে ৩০ শতাংশ অবধি ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে যেহেতু ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, তাই প্রিমিয়ামে অনেকটাই ছাড় পাওয়া যাবে।
প্রিমিয়ামে (LIC Premium) কত ছাড় দেওয়া হবে ?
আপনার যদি ১ লক্ষ টাকা প্রিমিয়াম বাকি থাকে, তবে আপনি ৩০০০ টাকা ছাড় পাবেন। আর যদি ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা প্রিমিয়াম বাকি থাকে, তবে আপনি সর্বাধিক ৩৫০০ টাকা অবধি ছাড় ছাড় পাবেন। যদি ৩ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম বাকি থাকে, তবে সেক্ষেত্রে ৪ হাজার টাকা অবধি ছাড় পাবেন। অর্থাৎ আপনার কাছে বন্ধ হওয়া LIC-র পলিসি (LIC Policy) চালু করার দারুণ সুযোগ রয়েছে।
আরও পড়ুন – Sim Card – সিম কার্ড নিয়ে কড়া নিয়ম! ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম না মানলেই দিতে হবে জরিমানা ।