Advertisement

বিরাট ঘোষণা করল কেন্দ্র সরকার! রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি মিলবে

বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুদ্রাস্ফীতির চাপে জর্জরিত দেশের নাগরিক। নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত সকল নাগরিকের সংসার চালাতে নাভিঃশ্বাস হয়ে ওঠার জোগাড়।অন্যদিকে গ্যাস সিলিন্ডারের আকাশছোঁয়া দাম। রান্নার গ্যাসের দাম দিন দিন বেড়েই চলেছে। সিলিন্ডার কিনতে আমজনতার মাথায় হাত পড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার( Ujjwala Yojana) অধীনে বড় ভর্তুকি (LPG Subsidy) দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র।

Advertisement
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

✍️🔥 বিরাট সুখবর! প্যান কার্ডের সাথে আধার লিংক নিয়ে বড় আপডেট

কেন্দ্র সরকারের এই নতুন ঘোষণা মধ্যবিত্ত মানুষদের জন্য অত্যন্ত খুশির খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের ক্ষেত্রে প্রতি সিলিন্ডার ২০০ টাকা ভর্তুকি (LPG Subsidy) দেওয়া হবে। তিনি টুইটে লিখেছেন এ বছর আমরা ৯ কোটিরও বেশি উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের এই ভর্তুকি দেব। কেন্দ্র সরকারের এমন খবরে স্বাভাবিকভাবেই গোটা দেশ উচ্ছ্বসিত। বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে এটি স্বস্তির খবর। অর্থাৎ জ্বালানির কোঁপ থেকে মধ্যবিত্তকে সামান্য স্বস্তি দিতে চলেছে কেন্দ্ৰীয় সরকার।

উজ্জ্বলা প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি (LPG Subsidy) কিভাবে দেওয়া হবে?

এই ভর্তুকির টাকা ১ বছরে মোট ১২ টি সিলিন্ডার পর্যন্ত পাওয়া যাবে। কোনও পরিবারের যদি বছরে ১২ টির বেশি সিলিন্ডার লাগে, তাহলে তাঁরা ১৩ নম্বর সিলিন্ডার থেকে এই ২০০ টাকা ভর্তুকির সুবিধা পাবেন না। পরের বছর থেকে ফের নতুন করে ১২টি সিলিন্ডারের জন্য আবার এই ভর্তুকি দেওয়া শুরু হবে। ২০২৩ সাল থেকেই এই নতুন ঘোষণা অর্থাৎ ২০০ টাকা করে ভর্তুকি কার্যকর হবে।

LPG Subsidy

কেন্দ্রীয় সরকারের এই ভর্তুকি পাওয়ার ফলে অনেক মধ্যবিত্ত পরিবারের সুবিধা হবে। তাঁদের নিত্য দিনের খরচ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে। যারা এখনো উজ্জ্বলা যোজনা প্রকল্পে নিজেদের নাম নতিভুক্ত করেননি তারা যত দ্রুত সম্ভব নিজেদের নাম নতিভুক্ত করিয়ে এই ভর্তুকির লাভ নিতে পারেন। তাহলে আর দেরি না করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে নিন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

Related Articles

Back to top button