WB Asha Recruitment: পুনরায় রাজ্যের এই জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের চাকরির সুযোগ। আবেদন করলেই মিলবে চাকরি । যেসব প্রার্থীরা চাকরি খুঁজছেন এবং আশাকর্মী পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি ভালো করে পড়ুন। আজকের এই প্রতিবেদনে পদে আবেদনের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা,বয়স,বেতন,শূন্যপদ আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য রয়েছে। আবেদনের আগে প্রার্থীকে অবশ্যই তথ্যগুলি জানতে হবে।
WB Asha Recruitment 2024 Notification
বয়স: এই পদের ক্ষেত্রে আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 30 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। 2024 সালে 10 জানুয়ারি তারিখ অনুসারে প্রার্থীর বয়স হিসাব করা হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন : এই আশাকর্মী পদে যাচাইকরনের পর নিযুক্ত হওয়া প্রার্থীরা মাসিক 4500 টাকা বেতন হিসেবে পাবেন।
নিয়োগ প্রক্রিয়া : প্রার্থীদের মাধ্যমিক পাশের নাম্বার এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আরও পড়ুন – শুধুমাত্র ইন্টারভিউের মাধ্যমে জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক 18000 টাকা বেতনের ভিত্তিতে
আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে বিবাহিত/তালাকপ্রাপ্ত বা বিধবা মহিলা হতে হবে। আবেদনকারীকে আবেদন স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস ছাড়াও উচ্চ যোগ্যতার প্রার্থীরাও আবেদনযোগ্য। এই পদে বিবাহ বিচ্ছেদ প্রার্থী, বিধবা, বিবাহিত সকল প্রার্থীই আবেদন করতে পারবে।
আবেদন করার পদ্ধতি
এই পদে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীকে নিচের পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে।
১) আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তার থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বার করতে হবে।
২) আবেদনপত্রটি নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, বয়স, মেটারিয়াল স্ট্যাটাস, নিজের পারমানেন্ট ঠিকানা, কাস্ট স্ট্যাটাস,মোবাইল নাম্বার,ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর সিগনেচার, ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৩) আবেদনপত্র পূরণের পর আবেদনপত্রের সাথে নিচের ডকুমেন্টগুলি দিয়ে একটি স্ব-অ্যাড্রেসড খাম (23 সেমি X 10 সেমি) 5/- (পাঁচ টাকা) রুপি পোস্টেজ স্ট্যাম্প লাগানো খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এবং দার্জিলিং এর বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে। প্রার্থীরা ১০/০১/২০২৪ তারিখ থেকে ৩০/০১/২০২৪ তারিখ সকাল ১১.০০ থেকে বিকাল ৫.০০ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে (ভোটার আইডেন্টিটি কার্ড/রেশন কার্ড)
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষা পাসের মার্কশিট। উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন।
৩) বয়সের প্রমাণপত্র হিসাবে স্বীকৃত বোর্ডের মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র/জন্ম সার্টিফিকেট ।
৪) সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে জাত সার্টিফিকেট।
৫) প্রার্থীর বিবাহের প্রমানপত্র হিসেবে ম্যারেজ সার্টিফিকেট এবং বিবাহবিচ্ছেদের জন্য মাননীয় আদালতের আদেশপত্র।
৬) বিধবা প্রার্থীদের জন্য স্বামীর মৃত্যুর সার্টিফিকেট।
৭) প্রার্থীর passport সাইজের ফটোকপি।
আরও পড়ুন – HPCL Recruitment: হিন্দুস্তান পেট্রোলিয়ামে দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক 25 হাজার টাকা বেতনে
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
আবেদনের শেষ তারিখ | ৩০-০১-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | www.darjeeling.gov.in |