মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের বিডিও অফিসে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা, WB BDO Office Recruitment 2024

BDO Office Recruitment – পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত চাকরিপ্রার্থীরা রয়েছেন যাঁরা পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন ও নিয়োগের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। সেই সমস্ত চাকরিপ্রার্থী
দের মুখে এবার ফুটতে চলেছে হাসি। কারণ, নতুন একটি চাকরির সুযোগ এসেছে তাঁদের জন্য। কোন পদে নিয়োগ? কারা আবেদন জানাতে পারবেন? কবে পর্যন্ত আবেদন গ্রহণ চলবে? সম্পূর্ণ জানতে মন দিয়ে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB BDO Office Recruitment 2024

Advertisement No.265/PO-DWO/BCWA
নিয়োগকারী সংস্থাOFFICE OF THE PROJECT OFFICER CUM DISTRICT WELFARE OFFICER ALIPURDUAR BACKWARD CLASSES WELFARE & TRIBAL DEVELOPMENT
মোট শূন্যপদOfficial Notification দেখুন
আবেদনের শেষ তারিখ07.03.2024

ভ্যাকেন্সি ডিটেলস: সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিডিও অফিসে কর্মী নিয়োগের (BDO Office Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলবে তা হল- অতিরিক্ত পরিদর্শক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধু ইন্টারভিউ দিয়েই চাকরি পাবেন সবাই। নিঃসন্দেহে এই নিয়োগ চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। তাই নিয়োগে অংশ নিতে হলে কোন কোন যোগ্যতা লাগবে, তা জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা

যাঁরা WB BDO Office Recruitment প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা হতে হবে ন্যুনতম মাধ্যমিক পাশ। তাই আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন, তবে নির্দ্বিধায় এই নিয়োগে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন- Sail Recruitment 2024- পশ্চিমবঙ্গের স্টিল কারখানায় ৩১৪ শূন্যপদে কর্মী নিয়োগ! আবেদন জানান শীঘ্রই

বয়সসীমা ও মাসিক বেতন

বয়সসীমা : যে সকল প্রার্থীরা বিডিও অফিসের নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে আবেদন সংক্রান্ত বয়সসীমা সম্পর্কে জেনে নিন। BDO Office Recruitment 2024 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক তাঁদের বয়স হতে হবে ৬৪ বছরের কম

মাসিক বেতন: পশ্চিমবঙ্গের বিডিও অফিসের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা যোগ্য বলে নির্বাচিত হবেন ও নিয়োগ পাবেন, তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। নোটিফিকেশনে বলা হয়েছে, নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

  • (A) পশ্চিমবঙ্গের বিডিও অফিসের নিয়োগে (BDO Office Vacancy) যে সকল প্রার্থীরা আবেদন জানাতে চাইছেন, তাঁরা প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
  • (B) এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি নিজেদের সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন। দেখবেন কোনো তথ্য যেন ভুল না হয়।
  • (C) ফিল আপ হওয়া অ্যাপ্লিকেশন ফর্মটি এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট সহযোগে ইন্টারভিউর দিন নিয়ে আসবেন। ইন্টারভিউর দিন আপনি সিলেক্ট হলে নির্দিষ্ট পদের চাকরিটি পেয়ে যাবেন।

নিয়োগ প্রক্রিয়া

পশ্চিমবঙ্গের BDO Office Recruitment প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা হবে না। বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। আবেদন জানানোর পর প্রার্থীরা সঠিক দিনে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে আসবেন। সঙ্গে নিজেদের ডকুমেন্টগুলি অবশ্যই নিয়ে আসবেন। ইন্টারভিউটি হবে আগামী ৭ মার্চ ২০২৪ তারিখে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
Official Website – alipurduar.gov.in

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.