Gram Panchayat Recruitment – রাজ্য সরকার পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে ৬৫৫২ শূন্যপদে আবার নতুন করে নিয়োগ শুরু করছে (WB Gram Panchayat Recruitment)। প্রচুর শূন্যপদের জন্য নিয়োগ বার্তা এসেছিল কিছুদিন আগেই। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিটি সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আশার আলোর মতো। কথা হয়েছিল জুন মাস থেকে জেলা ভিত্তিক নিয়োগ শুরু হবে।
সরকারের নির্দেশ মতো প্রস্তুতি শুরু করেছিলেন বাংলার চাকরিপ্রার্থীরা। কিন্তু গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে এখনো পর্যন্ত অপেক্ষাতেই রয়েছেন রাজ্যের প্রার্থীরা (WB Gram Panchayat Recruitment)। সেই নিয়োগ শুরু হয়নি। আপনিও গ্রাম পঞ্চায়েত নিয়োগে অংশগ্রহণ করতে চান? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। অবশ্যই এই সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
WB Gram Panchayat Recruitment 2024
পশ্চিমবঙ্গ সরকার গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে বড়সড় খবর প্রকাশ করেছিল কিছুদিন আগেই। ৬০০০ এর অধিক শূন্যপদে বিভিন্ন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। ঠিক কোন কোন পদের জন্য গ্রাম পঞ্চায়েতের নিয়োগ ছিল? গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, ক্লার্ক কাম টাইপিস্ট, সেক্রেটারি অ্যাকাউন্টস ক্লার্ক, পঞ্চায়েত সমিতি পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, পরিষদ পাবলিক হেলথ অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিস্টেম ম্যানেজার অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, পদে শুরু হওয়ার কথা ছিল নিয়োগ।
রাজ্য গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে বিশেষ খবর।
জুন মাস থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা হলেও, এখনো পর্যন্ত নিয়োগ শুরু হয়নি বলেই খবর। এদিকে, চিন্তায় দিবারাত্র এক হচ্ছে রাজ্যের চাকরিপ্রার্থীদের। রাজ্যবাসী সকলের মনে ঘুরেছে একটাই সম্ভাবনা। রাজ্যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ কি সম্পন্ন হবে না? আসলে এক জটিলতার কারণে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ আটকে রয়েছে। সেটা হলো কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) নিয়ে কড়া নির্দেশ। আদালত ২০১১ সাল থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাদ দিয়েছে। এদিকে রাজ্য সরকার হাইকোর্টের এই সিদ্ধান্ত মানতে নারাজ। যার কারণে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মনে করা হচ্ছে এই মামলা সংক্রান্ত কারণেই পিছিয়ে গেছে পঞ্চায়েত দপ্তরের নিয়োগ প্রক্রিয়া।
গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে বড় আপডেট!
রাজ্য সরকার খুব শীঘ্রই ৬৫৫২ শূন্যপদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করবে। আর তার জন্য অপেক্ষায় থাকতে হবে চাকরিপ্রার্থী তরুণ তরুণীদের। সরকারের তরফে আলাদা করে ওয়েবসাইট তৈরি করে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কিন্তু জেলা ভিত্তিক আবেদন শুরু হয়নি। সবাই জানেন,জুন মাসে এই আবেদন শুরু হওয়ার কথা থাকলেও, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে কথা আছে পঞ্চায়েত দপ্তরে চাকরির আবেদন শুরু হওয়ার। আসলে ওবিসি সার্টিফিকেট নিয়ে মামলা মোকদ্দমা মিটলে শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশন প্রসেস। ততদিনের জন্য অপেক্ষা করুন। আর বাড়ি বসে পঞ্চায়েত দপ্তরে চাকরির জন্য পরীক্ষার সিলেবাসে মন দিয়ে পড়াশোনা করতে থাকুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF
Official Website – https://wbprms.in/authentication/signup