Panchayat Recruitment 2024: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। গ্রাম পঞ্চায়েতের একগুচ্ছ শূন্যপদে নিয়োগ (Gram Panchayat Recruitment) কর্মসূচি শুরু হল সম্প্রতি। প্রাপ্তবয়স্ক হলেই এই নিয়োগে অংশ নেওয়া যাবে। আবেদন জানাতে পারবেন রাজ্যের পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই। যে কোনো জেলা থেকেই নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। তবে আবেদন জানানোর আগে জেনে নিতে হবে আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি-সহ বিস্তারিত তথ্যগুলি।
WB Gram Panchayat Recruitment Notification 2024
রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু হয়েছে। একসঙ্গে প্রায় বারোটি পঞ্চায়েতে নিয়োগ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের। তবে আগ্রহীদের আবেদন জানানোর জন্য বেশ কিছু শর্ত মানতে হবে। কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ চলছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, কোন পদের বেতন কত? ইত্যাদি তথ্য পাবেন আজকের এই প্রতিবেদন থেকে।
Advertisement No. | 258(21)/PRD-14098/1/2020-SPHC SEC-Dep and 65-SPHC/2M-2/09 |
নিয়োগকারী সংস্থা | COOCH BEHAR ZILLA PARISHAD, COOCH BEHAR District Public Health Cell |
মোট শূন্যপদ | official Notification দেখুন |
আবেদনের শেষ তারিখ | 07.03.2024 |
List of Gram Panchayat for Recruitment and no of Vacancy
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্যপদ পূরণের কর্মসূচি চলছে। মোট ১২ টি জেলার গ্রাম পঞ্চায়েতে চলছে নিয়োগ। এর মধ্যে রয়েছে লালবাজার, গুড়িয়াহাটি-II, ফালিমারি রানিরহাট, ও অন্যান্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্য জুড়ে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ হবে। এটি বাংলার চাকরিপ্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে।
Name of Block | Name of Gram Panchayat | No. of Vacancy |
Cooch Behar-I | Guriahati-II | 01 |
Tufanganj-I | Nakkatigachh | 01 |
Tufanganj-II | Borokodali-I | 01 |
Tufanganj-II | Falimari | 01 |
Dinhata-I | Barosoulmari | 01 |
Dinhata-I | Putimari-I | 01 |
Sitalkuchi | Lalbazar | 01 |
Sitalkuchi | Golenowhati | 01 |
Tufanganj-I | Balabhut | 01 |
Mekhliganj | Ranirhat | 01 |
Tufanganj-II | Borokodali-II | 01 |
Haldibari | Per Mekhliganj | 01 |
WB Gram Panchayat Recruitment Educational Qualification
শিক্ষাগত যোগ্যতা: যে সকল আগ্রহী প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের (WB Gram Panchayat) এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান তাঁরা, আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নিয়মে বলা হয়েছে, অন্ততঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Pass) পাশ করলেই এই নিয়োগে আবেদন জানানো যাবে। তবে প্রার্থীদের হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক প্রফেশনাল ডিগ্রি (Homeopathy and Ayurvada Bachelor Degree) থাকতে হবে।
বয়সসীমা: যে সকল প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের নিয়োগে (Gram Panchayat Recruitment) আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নিয়মে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে। বয়সসীমা মেনেই এখানে আবেদন জানাবেন। কারণ নিয়োগে বয়সের ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।
বেতন: গ্রাম পঞ্চায়েত দফতরের নিয়োগ (Gram Panchayat Vacancy) প্রক্রিয়া চলবে নির্দিষ্ট নিয়ম মোতাবেক। তবে যে সমস্ত প্রার্থীরা সর্বশেষ নির্বাচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন, তাঁদের যথেষ্ট ভালো বেতন দেওয়া হবে। তবে বেতনের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। এটুকু জানা যাচ্ছে, প্রার্থীদের বেতন কাঠামো অবশ্যই সন্তোষজনক হবে।
আবেদন জানাবেন কিভাবে? (How To Apply)
- (A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- (B) এরপর এই ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি পেপারে প্রিন্ট করে নিতে হবে। বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন নিচের দিকে। তারপর এটি নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
- (C) নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক ঠিকানায় পৌছে গেলে আপনার আবেদন খতিয়ে দেখা হবে ও আবেদন গৃহীত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
- ৬) আবেদনের সময়সীমা: এই নিয়োগের আবেদন জানানো যাবে আগামী ৭ মার্চের মধ্যে। উল্লিখিত সময়সীমার পর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এটি অবশ্যই মনে রাখতে হবে প্রার্থীদের।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানায়: Block Office.