রাজ্যে জেলা ভিত্তিক প্রচুর স্বাস্থ্য কর্মী নিয়োগ!
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য শুখবর জেলা ভিত্তিক প্রচুর স্বাস্থ্য কর্মী নিয়োগ। বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ছোটোখাটো চাকরি জোগার করা খুব কষ্টকর ব্যাপার। একটা চাকরির জন্য চাকরি প্রার্থীরা হন্যে হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এর ফলে অনেক চাকরি প্রার্থী হতাশায় ভুগছে।
এমন অনেক চাকরি প্রার্থী আছেন যারা উচ্চ শিক্ষাগত ডিগ্রি অর্জন করে বেকার বসে রয়েছে। রাজ্যে জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর কয়েকদিন আগেই স্বাস্থ্য কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জেলা ভিত্তিক প্রচুর সংখ্যক স্বাস্থ্য কর্মী নিয়োগ (HEALTH WORKER) করা হবে। তবে এই নিয়োগটি করা হবে চুক্তি ভিত্তিক। নিয়োগ চুক্তি ভিত্তিক হলেও আকর্ষণীয় বেতন দেওয়া হবে। রাজ্য স্বাস্থ্য (WB HEALTH) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম মাফিক নিযুক্ত প্রার্থীদের কাজ করতে হবে।
জনধন অ্যাকাউন্ট থাকলেই মিলবে ১০ হাজার টাকা! কী ভাবে আবেদন করবেন জানুন।
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদে এই স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ কত,শিক্ষগত যোগ্যতা কি লাগবে,আবেদনের পদ্ধতি কি যাবতীয় তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।
স্বাস্থ্য কর্মী নিয়োগ প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ:-
Memo No DH&FWS / 2592 Dated 17/11/ 2022
১)পদের নাম:- “মেডিক্যাল অফিসার” (MEDICAL OFFICER)।
শুন্যপদ:- ০১ টি
শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীর অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:- প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:- এই পদের জন্য মাসিক ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
২)পদের নাম:- মেডিসিন স্পেশালিষ্ট’ (MEDICINE SPECIALIST)।
শুন্যপদ:- ২টি
শিক্ষাগত যোগ্যতা:- এই পদের ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:- এই পদের ক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:- মাসিক ৩ হাজার টাকা দেওয়া হবে (তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)।
Jio Reqruitment: সুখবর! জিও কোম্পানিতে অসংখ্য শূন্যপদে নিয়োগ চলছে
৩)পদের নাম:- পেডিয়াট্রিক স্পেশালিষ্ট (PEDIATRICS SPECIALIST)।
শুন্যপদ:- ২টি
শিক্ষাগত যোগ্যতা:- এই পদের ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:- এই পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:- মাসিক ৩ হাজার টাকা দেওয়া হবে(তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)।
৪)পদের নাম:- স্পেশালিষ্ট জি অ্যান্ড ও ( SPECIALIST G AND O)
শুন্যপদ:- ২টি
শিক্ষাগত যোগ্যতা:- এই পদের ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা:- আবেদনকারী প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:- মাসিক বেতন ৬ হাজার টাকা দেওয়া হবে (তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)।
৫) পদের নাম:- ‘অপথালমোলজিস্ট স্পেশালিস্ট’ (OPTHALMOLOGIST SPECIALIST)
শুন্যপদ:- ২টি
শিক্ষাগত যোগ্যতা:- এই পদের ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:- এক্ষেত্রে প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:- মাসিক ৩ হাজার টাকা দেওয়া হবে(তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)।
এক্ষেত্রে চাকরি প্রার্থীরা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন। কিভাবে করবেন-
১) প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতর ওয়েব সাইট থেকে প্রথমে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে।
২)এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের নাম, জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স, বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা লিখতে হবে।
টেট পরিক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে জানালো পর্ষদ! প্রশ্নের নমুনা দেখে নিন
৩) আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে।
৪) সবশেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১)বয়সের প্রমান পত্র,
২)জাতী গত সংশাপত্রের প্রমানপত্র।
৩)শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র।
৪) ভোটার কার্ড।
৫) আঁধার কার্ড।
৬) উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র।
৭)আবেদকারীর বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।
আবেদন ফী হিসাবে উল্লেখিত সব পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নামে।
আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। তারপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং আবেদনকারীর জমা করা ডকুমেন্টস খুঁটিয়ে পর্যবেক্ষণ করে যোগ্য প্রার্থীদের হাতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদনপত্রটি বাতিল করা হবে। সফল এবং যোগ্য প্রার্থীদের পশ্চিমবঙ্গের মালদা জেলায় নিয়োগ করা হবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
ফের নয়া নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ! নতুন কি নির্দেশিকা জারি করল জেনে নিন