WB Recruitment : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যেসব প্রার্থীরা অনেকদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুশির খবর। এই পদগুলিতে মেয়ে কিংবা ছেলে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থী এই পদগুলিতে আবেদন করতে পারবেন। এই পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়সসীমা? এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর মাসিক বেতন কত ? এই পদে আবেদন পদ্ধতি? পদে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ও নিয়োগ প্রক্রিয়া? ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে। আসুন জেনেনিন পদগুলির যাবতিয় তথ্য।
Yoga instructor (Male) পদগুলির যাবতিয় তথ্য।
Yoga instructor (Male) : এই পদে যেকোন পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে নিযুক্ত প্রার্থীদের আবেদনের জন্য নিচের শিক্ষাগত যোগ্যতা থাকাতে হবে।
১) মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি (ডব্লিউবিসিওয়াইএন) দ্বারা পরিচালিত এক বছরের যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা সার্টিফিকেট কোর্সের সাথে পাশ করেছে, যা (ডব্লিউবিসিওয়াইএন) দ্বারা অনুমোদিত।
২) প্রার্থীদের অবশ্যই WBCYN 3 এর সাথে নিবন্ধিত হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 40 বছরের নিচে যেকোনো প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন প্রার্থীর বয়স 01/01/2023 তারিখ অনুসারে হিসাব করা হবে।
শূনপদ : এই পদে মোট 41টি শূন্যপদ রয়েছে। কাস্ট হিসাবে শূন্যপদ হলো(UR- 15 SC-B ST-2, OBC(A)- 3,OBC(B)-2,SC(EC)-2। UR(EC)-7, OBC- A(EC)-1, এবং OBC-B(EC)-1।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে কাজের জন্য মাসিক 8000 টাকা বেতন দেওয়া হবে।
Yoga instructor ( Female) পদগুলির যাবতিয় তথ্য।
Yoga instructor ( Female) : এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : ১) মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি (ডব্লিউবিসিওয়াইএন) দ্বারা পরিচালিত এক বছরের যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা সার্টিফিকেট কোর্সের সাথে পাশ করেছে, যা (ডব্লিউবিসিওয়াইএন) দ্বারা অনুমোদিত।
২) প্রার্থীদের অবশ্যই WBCYN 3 এর সাথে নিবন্ধিত হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 40 বছরের নিচে যেকোনো প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন।
শূনপদ : এই পদে মোট 41টি শূন্যপদ রয়েছে। কাস্ট হিসাবে শূন্যপদ হলো (UR- 15 SC-B ST-2, OBC(A)- 3,OBC(B)-2,SC(EC)-2। UR(EC)-7, OBC- A(EC)-1, এবং OBC-B(EC)-1।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে কাজের জন্য মাসিক 5000 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
১) এই পদে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট http://www purulia.gov.in এ গিয়ে রেজিস্টার করতে হবে।
২) তারপর লগইন করে স্ক্রিনে আসা আবেদন পত্রটি নিজের নাম, বাবার নাম, ও নিচে দেওয়া ডকুমেন্টসগুলির যাবতীয় তথ্য দিয়ে দিয়ে সঠিক হবে পূরণ করতে হবে।
৩) আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে রঙিন পাসপোর্ট সাইজের ফটো,যোগ্যতার শংসাপত্র, মার্ক-শীট, অভিজ্ঞতা শংসাপত্র বয়স প্রমাণ শংসাপত্র, জাত শংসাপত্র ইত্যাদি যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন পদ্ধতি সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর নিম্নোর ডকুমেন্টসগুলি থাকা প্রয়োজন।
১) রঙিন পাসপোর্ট সাইজের ফটো
২) জাত শংসাপত্র
৩) AADHAR/EPIC/ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট
৪) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও মার্ক-শীট
৫) অভিজ্ঞতা শংসাপত্র ও বয়স প্রমাণ শংসাপত্র
নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ
নিয়োগ প্রক্রিয়া : এই পদে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
আবেদনের শেষ তারিখ : এই পদে আবেদনের জন্য প্রার্থীরা 22/12/2023 তারিখ থেকে 30/12/2023 তারিখ বিকাল 5PM পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট | www purulia.gov.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি (Downlod PDF) | Notification |
আবেদনের লিঙ্ক | Click Here |