WBMSC Recruitment : রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নবম শ্রেণী পাস যোগ্যতা থেকে প্রার্থীরা এই পদগুলির আবেদন করতে পারবেন। আপনি যদি নবম শ্রেণী পাস করে থাকেন অবশ্যই প্রতিবেদনটি দেখুন এবং এখনি আবেদন করুন। আবেদনের আগে অবশ্য প্রতিবেদনটি ভালো করে পড়ে নিন।
WBMSC Recruitment for Various Post Group B, C and D
১) একাউন্টেন্ট (Accountant)
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিষয়ে গ্রেজুয়েশন যোগ্যতা অর্জন করলেই প্রার্থীরা একাউন্টেন্ট পদে আবেদন করতে পারবেন। এবং প্রার্থীর কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 বছর থেকে 40 বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 01/01/2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ধরা হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত ST ও SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : একাউন্টেন্ট পদে 1 টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য প্রার্থীকে প্রতি মাসে পে লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে।
আরও চাকরির খবর – মাধ্যমিক পাশে GRSE-তে কর্মী নিয়োগ, বেতন 26000 টাকা
২) সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Sub Assistant Engineer)
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে গ্রাজুয়েশন করতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 24 বছর থেকে 40 বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 01/01/2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ধরা হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত STও SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীকে প্রতি মাসে পে লেভেল 12 অনুসারে বেতন দেওয়া হবে।
৩) ক্যাশিয়ার (Cashier)
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক সমমানের পরীক্ষার যোগ্যতা থাকতে হবে। এবং একাউন্টের কাজের বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 21 বছর থেকে 40 বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 01/01/2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ধরা হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত ST ও SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
আরও চাকরির খবর – Tata steel job vacancy: মাধ্যমিক পাশে টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগ
শূন্যপদ : ক্যাশিয়ার পদে 1 টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই ক্যাশিয়ার পদের জন্য প্রার্থীকে প্রতি মাসে পে লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে।
৪) সেনেটর ইন্সপেক্টর (Sanitary Inspector)
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃতি বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে এবং সেনেটারি ইন্সপেক্টর শীপ ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা : 21 বছর থেকে 40 বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 01/01/2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ধরা হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত STও SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : সেনেটর ইন্সপেক্টর পদে 1 টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই সেনেটর ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীকে প্রতি মাসে পে লেভেল 9 অনুসারে বেতন দেওয়া হবে।
আরও চাকরির খবর- ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়
৫) সেনেটর অ্যাসিস্ট্যান্ট (Sanitary Assistant)
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা : 18 বছর থেকে 40 বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 01/01/2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ধরা হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত STও SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : সেনেটর অ্যাসিস্ট্যান্ট পদে 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই সেনেটর অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে প্রতি মাসে পে লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে।
৬) ক্লার্ক (Clark)
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের স্বীকৃতি কোন বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাসের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এবং প্রার্থীর কম্পিউটার নলেজ এবং টাইপিং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 বছর থেকে 40 বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 01/01/2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ধরা হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত STও SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : ক্লার্ক পদে 2টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই ক্লার্ক পদের জন্য প্রার্থীকে প্রতি মাসে পে লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে।
৭) ওয়ার্ক সরকার (Wark Sarkar)
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে নবম শ্রেণী পাস যোগ্যতার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। এবং যোগ্যতা সহিত রাস্তা মেরামতের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 বছর থেকে 40 বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 01/01/2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ধরা হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত ST ও SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : ওয়ার্ক সরকার পদে 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই ওয়ার্ক সরকার পদের জন্য প্রার্থীকে প্রতি মাসে পে লেভেল 3 অনুসারে বেতন দেওয়া হবে।
জানুন আবেদন করার পদ্ধতি
WBMSC Recruitment – এর এই পদগুলিতে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে রেজিস্টার করতে হবে। তারপর লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র , জাতি সংস্থাপত্র, PWD সার্টিফিকেট (প্রযোজ্য হলে ) ইত্যাদি আপলোড করতে হবে। এবং সর্বশেষে আবেদনমূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
আরও চাকরির খবর- অষ্টম শ্রেণী পাশে মাটিগাড়া চিলড্রেন হোম ফর গার্লসে কর্মী নিয়োগ
আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া
আবেদন মূল্য : প্রতিটি পদের জন্য আবেদনকারীদের নিজের কাস্ট হিসেবে আবেদনমূল্য জমা করতে হবে । আবেদন মূল্য হিসাবে ST,SC, PWD প্রার্থীদের 50 টাকা এবং OBC,EWS, General প্রার্থীদের 200 টাকা লাগবে।
নিয়োগ প্রক্রিয়া : উপরের পদগুলিতে আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের নিযুক্ত করা হবে।
পরীক্ষার পদ্ধতি
ইংলিশ ভাষায় মোট 200 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। 100 টি MCQ টাইপের প্রশ্ন থাকবে ও প্রতিটি প্রশ্নের মান 2, প্রতিটি প্রশ্নের ভুলের জন্য প্রার্থীর 1 নাম্বার কাটা হবে। 100 টি MCQ প্রশ্নের জন্য প্রার্থীদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট।
আবেদনের শেষ তারিখ : উপরের পদগুলিতে আবেদনকারীরা সর্বোচ্চ 7 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।
আরও চাকরির খবর- শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিক অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
আবেদনের শেষ তারিখ | ০৭-০২-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
আবেদন লিঙ্ক (Online Apply Link) | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | www.mscwb.org |