Advertisement
চাকরির আপডেট

‌WBMSC Recruitment : ইন্টারভিউর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

WBMSC Recruitment : ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা অনেক দিন কাজ খুঁজে চলেছেন তাদের জন্য খুশির খবর। যেসব প্রার্থীরা উচ্চমানের ও ভালো বেতনের চাকরি পেতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 60000 টাকা বেতন দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর কত বছর বয়সের প্রয়োজন? এই পদে কিভাবে আবেদন করবেন? এই পদে নিয়োগ প্রক্রিয়া? আসুন আজকের এই প্রতিবেদনে কাজের বিস্তারিত তথ্য জেনেনিন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর নিম্নোক্ত যোগ্যতাগুলি থাকা প্রয়োজন।
১) এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ইন্সটিটিউট অফ কোম্পানির সহযোগী অথবা ফেলোমেম্বানশিপের সাথে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস করতে হবে ।
২) আইনে ডিগ্রী (LLB) করা থাকতে হবে।
৩) প্রার্থীকে কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।
৪) এবং সরকারি অথবা বেসরকারি কোম্পানিতে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও বেতন

বয়স :‌ এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর সর্বোচ্চ বয়স 60 বছর। 60 বছরের নিচে যেকোন প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। আবেদন প্রার্থীর বয়স 01/01/2024 তারিখ অনুসারে হিসাব করা হবে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 60000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এই পদে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে পুরনো কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, পুরনো কাজের বেতন পেমেন্টের স্লিপ, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড ইত্যাদি ডকুমেন্টস womscirecruitment@gmail.com এই ইমেইল আইডিতে নির্দিষ্ট সময়ের আগে পাঠাতে হবে ‌। আবেদন প্রার্থীকে 19/12/2023 তারিখ থেকে 02/01/2024 তারিখের আগে পাঠাতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর নিচের ডকুমেন্টগুলি থাকা প্রয়োজন ‌।
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
২) বয়সের প্রমাণপত্র
৩) পুরনো কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট ও পুরনো কাজের বেতন পেমেন্টের স্লিপ
৪) আধার কার্ড
৫)পাসপোর্ট সাইজের ফটোকপি
৬) চাকরি প্রার্থীর নিজের সিগনেচার
৭) জাতিগত শংসাপত্র

নিয়োগ প্রক্রিয়া : এই পদে আবেদন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ : এই পদে প্রার্থীরা 02/01/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক ও তারিখ

অফিশিয়াল ওয়েবসাইটwww.wbmsc.gov.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি (Downlod PDF)Notification
ইন্টারভিউর তারিখ০২/০১/২০২৪

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button