WBPSC Food SI : রাজ্য সরকারের তরফে বছর শুরুতেই ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা নিতে চলেছেন। ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা বহু বছর পর 2024 সালে হতে চলেছে। যেসব চাকরিপ্রার্থীদের স্বপ্ন ছিল ফুড সাব ইন্সপেক্টর হওয়ার 23 অগাস্ট থেকে 20 সেপ্টেম্বর তাদের জন্য এটি খুবই খুশির খবর ছিল। এই ফুড সাব ইন্সপেক্টরের পদে মোট 480 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। এই পদের জন্য প্রার্থীকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থীকে নিযুক্ত করা হয় ।
কিন্তু লিখিত পরীক্ষার তারিখ নিয়ে প্রার্থীদের মনে একটি খটকা লেগে আছে। এই 480 টি শূন্যপদে প্রায় 13 লক্ষ 35 হাজার প্রার্থী আবেদন করেছেন। ফের বছরের দিক থেকে দেখতে গেলেই 2024 সালে অনুষ্ঠিত হওয়ার ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন প্রার্থীর সংখ্যা আকাশ ছোঁয়া। তথ্যসূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে ফুড সাব ইন্সপেক্টর বা WBPSC Food SI পদে পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যেসব চাকরি প্রার্থীরা ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন করেছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন।
WBPSC Food SI পরীক্ষার তারিখ
আগামী বছরগুলির মতো ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা হোম সেন্টারে হয়ে থাকে। আবেদন প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পর অক্টোবর মাস থেকে ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, বিভিন্ন পুজো ও ডিসেম্বর মাস প্রাইমারি টেট পরীক্ষা কারণে এই পরীক্ষা হয়নি। পরীক্ষা হওয়ার এক মাস আগে পরীক্ষার সেন্টার স্কুলগুলিতে সরকারি তরফে নোটিফিকেশন পৌঁছে যায়।
সবার অনুমান অনুযায়ী জানুয়ারি মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষা সেন্টার স্কুলগুলোতে পরীক্ষা নিয়ে কোনোরকম নোটিফিকেশন পাঠায়নি। সেই মত অনুযায়ী বছর শুরুতেই জানুয়ারি মাসে এই পরীক্ষা হবে না। সকল তথ্যের ভিত্তিতে অনুমানিক ফেব্রুয়ারির মাসে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিরে ফাইনাল পরীক্ষা। আশা করা যাচ্ছে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার শেষে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে।
তথ্যসূত্র অনুযায়ী পরীক্ষার তারিখ পেছনো মানেই প্রার্থীর জন্য খুশির খবর। যেসব প্রার্থী এই পদে আবেদন করেছেন তাদের পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত নিজেদের পড়াশুনা চালিয়ে যেতে হবে। এই পদে পরীক্ষার তারিখ ঘোষণা পুরোপুরি জানার জন্য রাজ্য সরকারের তরফে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফলো রাখতে বলেছেন।