West Bengal HS Result 2022: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান।মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি জানিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিকের ফল কবে প্রকাশ করা হবে।আগামী ১০ জুন সকাল ১১টা নাগাদ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। মাধ্যমিকের মতোই আনুষ্ঠানিক ঘোষণার কিছুক্ষণ পর থেকে ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল দেখা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফএ জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
চলতি বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৭ এপ্রিল।পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের।করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি।করোনা ভাইরাসের ধাক্কা কাটিয়ে এবার রাজ্যে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের মানসিক অবস্থা, সুরক্ষা ও অন্যান্য বিষয়ের বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয় West Bengal HS Result 2022।
এছাড়াও মোবাইল নিয়ে পরীক্ষাহলে ঢোকা, পেপার লিকের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। West Bengal HS Result 2022 স্পেশাল অবজার্ভার রাখা হয়। পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে, তার সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করে সংসদ।চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার জন।West Bengal HS Result 2022 এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন? ( West Bengal HS Result 2022 )
- wbresults.nic.in,
- exametc.com, results shiksha,
- indiaresults.com,
- jagranjosh.com,
- technoindiagroup.com,
- abpananda.abplive.in,
- news18bangla.com,
- abpeducation.com,
- aajkaal.in,
- bangle.hindustantimes.com,
- indiatoday.in/education-today
আজ ৩ জুন শুক্রবার সকালে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয় West Bengal HS Result 2022। পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ফলপ্রকাশ হল। প্রায় ১১ লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছিল।ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি, প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি। তবে পাশের হারে ছেলেদের থেকে মেয়েরা পিছিয়ে রয়েছে।মাধ্যমিক পরীক্ষায় এ বছর পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর,পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের বেশি।