আজ রাজ্যের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

west bengal weather update rain forecast in these districts

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিউজ ডেস্কঃ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।এর সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও বইবে।দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কলকাতায় আজ সোমবার আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম।বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।তবে বিকেলের দিকে হালকা হওয়ায় অস্বস্তি কমতে পারে।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা কিছুটা বেশি। গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়নি।

উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।দক্ষিণবঙ্গে একদিকে তাপপ্রবাহ অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।