Atal Pension Yojana – অবসরের পর কী ভাবে চলবে সংসার? এই চিন্তায় ঘুম উড়েছে অনেকের। যার মধ্যে রয়েছেন বেসরকারি সংস্থা ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা। কিন্তু এই নিয়ে মাথার চুল ছেঁড়ার কোনও প্রয়োজন নেই, কারন সরকারি পেনশন স্কিমে (Govt. Pension Scheme) টাকা রাখলেই কেল্লাফতে। 60 বছরে পৌঁছলে মিলবে ভালো রিটার্ন। সেক্ষেত্রে মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন আপনি। কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরবেন।
কেন্দ্রের পেনশন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল Atal Pension Yojana বা অটল পেনশন যোজনা। ক্ষমতায় আসার পর যা চালু করে নরেন্দ্র মোদী সরকার। এই স্কিমে টাকা রাখলে অবসরের পর ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পে টাকা রাখার ক্ষেত্রে মানতে হয় কী কী শর্ত? নীচে রইল তার বিস্তারিত বিবরণ।
আরও পড়ুন – Krishak Bandhu – এই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ৫০০০ টাকা! দিচ্ছে রাজ্য সরকার।
পেনশন প্রকল্পে টাকা রাখালে মানতে হবে কী কী শর্ত?
১) Atal Pension Yojana -তে টাকা রাখার ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
২) আয়কর প্রদানকারী কোনও ব্যক্তি এই স্কিমে টাকা রাখতে পারবেন না।
৩) অনাবাসী ভারতীয়দের জন্যেও ওই প্রকল্পের দরজা পুরোপুরি বন্ধ।
পেনশন প্রকল্পে (Atal Pension Yojana) কত রাখলে কত পাবেন?
নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক বা পোস্ট অফিসে (Post Office) অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana Scheme) বিনিয়োগ করা যায়। যদিও কেউ 18 বছর বয়স থেকে এই স্কিমে টাকা রাখা শুরু করেন তা হলে বর্তমান সুদের হার অনুযায়ী 60 বছরে গিয়ে পেনশন পাবেন 5000 টাকা। এর জন্য দৈনিক তাঁকে দিতে হবে মাত্র 7 টাকা। অর্থাৎ মাসে মাত্র 210 টাকা। এই অর্থ মাসের হিসেবে ব্যাঙ্কে জমা করতে পারবেন তিনি।
18 ঊর্ধ্বদের কেউ Atal Pension Yojana বা স্কিমে টাকা রাখা শুরু করলে অবসরের পর 5000 টাকা পেনশন পাবেন না, এমনটা নয়। সেক্ষেত্রে অবশ্য তাঁকে বেশি টাকা দিতে হবে। এই স্কিমে কোনও ব্যক্তি ইচ্ছেমতো টাকা জমাতে পারেন। সেক্ষেত্রে পেনশনের পরিমাণ কম বা বেশি হবে। 18 বছরে যদি কেউ মাসে মাত্র 42 টাকা করে রাখেন তা হলে অবসরের পর 1000টাকা/মাস হিসেবে পেনশন পাবেন।
উল্লেখ্য, Atal Pension Yojana -তে স্বামী ও স্ত্রী একসঙ্গে বিনিয়োগ করলে মাসে 10 হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। যদিও সেক্ষেত্রে কিছুটা বেশি টাকা বিনিয়োগ করতে হবে তাঁদের। সরকার গ্যারান্টার হওয়ায় এই স্কিমে টাকা চোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই রকম টাকা বিনিয়োগ সরকারী স্কিম সম্পর্কে জানতে হলে আমদের পেজ কে ফলো করুন
আরও পড়ুন – Eshram card : এই ভাবে আবেদন করলে, ৩০০০ টাকা করে পাবেন ই-শ্রম কার্ড থাকলে।