8th Pass Govt Jobs: জেলার স্কুলে গ্রুপ ডি সহ ভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা অষ্টম শ্রেণীর পাশে চাকরি খুঁজছেন তাদের জন্য খুশির খবর এবং সুবর্ণ সুযোগ। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে এবং এই কর্মী নিয়োগে আবেদন করলেই মিলবে চাকরি। আসুন জেনে নিয়ে কিভাবে আবেদন করবেন। আবেদনের আগে অবশ্যই নিচের তথ্যগুলি ভালোভাবে জেনে নিন।
8th Pass Govt Jobs 2024 মোট শূন্যপদ
কেয়ার টেকার পুরুষ সুইপার গ্রুপ ডি (মহিলা), নাইট গার্ড, ল্যাব-অ্যাটেন্ডেন্ট, রান্নার জন্য কুক হেল্পার উপরিক্ত পদগুলিতে প্রার্থীদের নিযুক্ত করা হবে। উপরোক্ত পদগুলির জন্য মোট 11 টি শূন্যপদ রয়েছে।
11 টি শূন্যপদের মধ্যে
১) সুপারভাইজার পদে 1 টি পুরুষ UR প্রার্থী, ও 1 টি পুরুষ SC প্রার্থী।
২) গ্রুপ D পদে 1 টি UR মহিলা প্রার্থী,
৩) নাইট গার্ড পদে 1 টি SC পুরুষ প্রার্থী,
৪) ল্যাব অ্যাটেনডেন্টের জন্য 1 টি UR প্রার্থী, ও 1টি UR EC পুরুষ প্রার্থী।
৫) রান্নার জন্য 2 টি প্রার্থীর মধ্যে 1 টি UR প্রার্থী ও 1 টি UR EC প্রার্থী ও 1 টি SC মহিলা প্রার্থী,পুরুষ 1 টি UR EC প্রার্থী, মহিলা 1 টি SC প্রার্থী।
আরও চাকরির খবর – ITI পাশে 1646 টি শূনপদে রেলওয়ে দপ্তরে কর্মী নিয়োগ
বয়সসীমা : যেসব প্রার্থীদের বয়স 40 বছরের বেশি নয় তারা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আবেদন প্রার্থীদের বয়স 01/01/2024 তারিখ অনুসারে হিসাব করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন
আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নিচের যোগ্যতাগুলি থাকতে হবে।
১) দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) কেয়ার টেকার পদের জন্য প্রার্থীকে স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্যাজুয়েশন পাস করতে হবে।
৩) কেয়ার টেকার পদ ছাড়া বাকি পদগুলোর জন্য প্রার্থীকে স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন।
বেতন : প্রতিটি পদে কাজের জন্য প্রার্থীদের মাসিক বেতন আলাদা। যেমন
১) পরিচর্যাকারীর জন্য প্রার্থীকে মাসে 17000 টাকা,
২) ঝাড়ুদারের জন্য প্রার্থীকে 11000 টাকা,
৩) গ্রুপ ডি পদের জন্য প্রার্থীকে 12000 টাকা,
৪) নাইট গার্ডের জন্য প্রার্থীকে 12000টাকা,
৫) ল্যাব পরিচারকের কাজের জন্য প্রার্থীকে 15000 টাকা,
৬) রান্নার কাজের জন্য প্রার্থীকে 12000 টাকা,
৭) রান্নার জন্য সাহায্যকারীর জন্য প্রার্থীকে 11000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
আরও চাকরির খবর – ভারতীয় কৃষি গবেষণা দপ্তরে কর্মী নিয়োগ
আবেদন করার পদ্ধতি
এই পদগুলিতে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১) আবেদনের জন্য প্রার্থীকে https://recruitmentdd.in/ লিংকে গিয়ে যে পদে আবেদন করবেন তার পাশে এপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে।
২) তারপর আবেদনকারীর নাম, বৈধ মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারে আসা ওটিপি, এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) তারপর মোবাইলে SMSএর মাধ্যমে যাওয়া ওটিপি সঙ্গে থাকা এপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে লগইন করে স্ক্রিনে আসা আবেদনপত্রটি পূরণ করতে হবে।
৪) সর্বশেষে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদনের জন্য প্রার্থীকে নিচের ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
★ বয়স প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট/মাধ্যমিকের এডমিট/ যেকোনো বৈধ নথি ।
★ আবাসিক প্রমাণপত্র হিসাবে ভোটার আইডি কার্ড/আধার কার্ড/আবাসিক শংসাপত্র।
★ শিক্ষাগত যোগ্যতার মার্ক শীট এবং আবেদনকৃত পোস্ট অনুযায়ী শংসাপত্র
★ পাসপোর্ট সাইজের ফটোকপি
★ সিগনেচার
★ কম্পিউটার নলেজ সার্টিফিকেট
★অভিজ্ঞতা সার্টিফিকেট
আরও চাকরির খবর – মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ
পরীক্ষার নিয়মাবলী ও নিয়োগ প্রক্রিয়া
পরীক্ষার নিয়মাবলীঃ আবেদন প্রার্থীদের এই নিয়মগুলি মেনে পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষায় দিতে যাওয়ার সময় প্রার্থীকে পরীক্ষার জন্য ব্যবহৃত অ্যাডমিট কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। পরীক্ষার হলে প্রার্থীদের মোবাইল ফোন /ক্যালকুলেটর/এবং যেকোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
আবেদনের শেষ তারিখ : ইচ্ছুক প্রার্থীরা 13/01/2024 তারিখ থেকে 29/01/2024 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন৷
নিয়োগ প্রক্রিয়াঃ এই পদে প্রার্থীকে লিখিত পরীক্ষা ও ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে। এই পদগুলিতে প্রার্থীকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
আবেদনের শুরু তারিখ | ১৩-০১-২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ২৯-০১-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
আবেদনের লিঙ্ক | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | www.recruitmentdd.in |