LIC Jeevan Shanti Policy – আপনি কি এখনো LIC কোন পলিসি করেননি? আপনি কি বুজতে পারছেন না কোন পলিসি করলে বেশি সুবিধা পাবেন? আপনি কি LIC কোন পলিসি করতে চান? তাহলে আপনরা জন্য এই প্রতিবেদন। সুনিশ্চিত ভবিষ্যতের জন্য বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন। একমাত্র বিনিয়োগের মাধ্যমেই আপনি অবসর সময়ে মাসে মোটা টাকা পেনশন পেতে পারেন।
একটি ভালো স্কিমে (LIC Jeevan Shanti Policy) বিনিয়োগ করলে আপনি অবসর গ্রহণের পরে একটি ভালো পেনশন পেতে পারেন। তাই অবসর সময়ে একটি ভালো পেনশন পেতে অনেকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকেন। আপনিও যদি এমনই একটি প্ল্যানের খোজ করে থাকেন তাহলে আপনার জন্য এলআইসি দারুন একটি স্কিম রয়েছে। এলআইসি এই স্কিমটির নাম হল ‘জীবন শান্তি পলিসি’ (LIC Jeevan Shanti Policy). চলুন আজ এই প্রতিবেদনে আপনাদের কে বলব এই পলিসির খুঁটিনাটি সমস্ত তথ্য, আর সেটা জানতে হলে পুরো প্রতিবেদনটি পরতে হবে।
এলআইসি-র এই স্কিমে বিনিয়োগ করলে আপনি সারা জীবনের জন্য একটি ভাল পেনশন পেতে পারেন। একবার মোটা টাকা জমা করলেই মাসে মাসে পেনশন মিলবে। এলআইসি-র এই জীবন শান্তি প্রকল্প আপনার মাসিক নির্দিষ্ট করবে এবং মাসিক আয় বাড়াতেও পারে। এলআইসি- র এই ‘জীবন শান্তি পলিসি’ স্কিমে অল্প টাকা বিনিয়োগ করেও সর্বাধিক লাভ পাওয়া যায়।এই পলিসি সমন্ধে বিস্তারিত জেনে নিন-
জীবন শান্তি পলিসি (LIC Jeevan Shanti Policy) কি?
এলআইসি-র জীবন শান্তি পলিসি (LIC Jeevan Shanti Policy) হল অ্যানুইটি প্ল্যান। এই পলিসির মাধ্যমে প্রতি মাসে নগদ টাকা মিলবে। এই পলিসিতে দুটি বিকল্প পাওয়া যায়। প্রথমটি হল একক জীবনের জন্য ডিফার্ড অ্যানুইটি আর অন্যটি হল জয়েন্ট লাইফের জন্য ডিফার্ড অ্যানুইটি। এই একক জীবনের জন্য ডিফার্ড অ্যানুইটি স্কিমে গ্রাহক একজন ব্যক্তির জন্য একটি পেনশন স্কিম কিনতে পারেন।আর জয়েন্ট লাইফের জন্য ডিফার্ড অ্যানুইটি বিকল্পে যৌথভাবে স্কিম কিনতে পারবেন।
একক জীবনের জন্য ডিফার্ড অ্যানুইটি পলিসির সুবিধা।
কোনও ব্যক্তি যদি একক জীবনের জন্য ডিফার্ড অ্যানুইটি পলিসি কেনেন এবং পরবর্তীকালে তিনি মারা যান তাহলে তার জমা করা টাকা নমিনি পাবেন। জয়েন্ট লাইফের জন্য ডিফার্ড অ্যানুইটি পলিসিতে একজন মারা গেলে অন্যজন পেনশনের সুবিধা পাবেন। আর যদি দুজনেই মারা যান তাহলে নমিনি জমা টাকা পাবেন। অর্থাৎ জয়েন্ট লাইফের জন্য ডিফার্ড অ্যানুইটি পলিসির সুবিধা পাবেন।
জীবন শান্তি পলিসি (LIC Jeevan Shanti Policy) কিনতে পারবেন।
আপনি কি জীবন শান্তি পলিসি (LIC Jeevan Shanti Policy) কিনতে? তাহলে খুব সহজ। ৩০ থেকে ৭৯ বছরের মধ্যে যে কোনও ব্যক্তি এই পলিসি কিনতে পারেন।
এই স্কিমে কত টাকা বিনিয়োগ করতে হবে?
জীবন শান্তি পলিসি (LIC Jeevan Shanti Policy) স্কিমে ন্যূনতম ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। তবে পলিসি পছন্দ না হলে যে কোনও সময় সারেন্ডারও করা যায়। এছাড়া এই পলিসির বিপরীতে ঋণও পাওয়া যায়।
কত টাকা বিনিয়োগে কত পেনশন পাবেন?
জীবন শান্তি পলিসি (LIC Jeevan Shanti Policy) একক জীবনের জন্য ডিফার্ড অ্যানুইটিতে ১০ লক্ষ টাকার পলিসি কিনলে প্রতি মাসে পেনশন হিসেবে ১১,১৯২ টাকা পাওয়া যায়। আর ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ১০০০ টাকা পেনশন পাওয়া যায়। তবে প্রয়োজন অনুযায়ী বার্ষিক, ষান্মাষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে পেনশনের সুবিধাও নিতে পারেন। এই পেনশন অবিলম্বে বা ১ বছর থেকে ২০ বছরের মধ্যে যে কোনও সময়ে শুরু করা যেতে পারে।