Advertisement

WB Anganwadi Recruitment: ফের রাজ্যে অঙ্গনাওয়াড়িতে কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন

WB Anganwadi Recruitment: রাজ্যের এই জেলায় বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুশির খবর। উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। এই পদে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি ভালো করে অধ্যায়ন করুন।

WB Anganwadi Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা : আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃতি কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রেও উচ্চমাধ্যমিক মার্কশিট প্রযোজ্য হবে। অবসর প্রাপ্ত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না।
বেতন : প্রতিটি পদ ও প্রতিটি অঙ্গনারী কেন্দ্রের কর্মীর বেতন সংক্রান্ত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাসিক 19,900 টাকা বেতন মিলবে

নিয়োগ প্রক্রিয়া ও বয়সসীমা

এই পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত করা হবে। প্রার্থীদের 35 নাম্বারে লিখিত পরীক্ষা, অভিজ্ঞতা দরুণ 10 নাম্বার এবং 5 নাম্বার ইন্টারভিউ নেওয়া হবে। 35 নাম্বারের পাটি গণিত থেকে 10 নাম্বার, পুষ্টি জনসাস্থ্য,নারীর সামাজিক অবস্থান থেকে 10 নাম্বার, ইংরেজি ভাষা থেকে 10 নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে 5 নাম্বার থাকবে।
বয়সসীমা: এই পদে সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত প্রার্থীর আবেদন করতে পারবেন। অর্থাৎ 65 বছরের নিচে যেকোন প্রার্থী এ পদে আবেদনযোগ্য।আবেদনকারীর বয়স 01/01/2024 তারিখ অনুসারে প্রযোজ্য হবে।

আবেদন করার পদ্ধতি

১) দক্ষিণ দিনাজপুরের জেলায় Anganwadi Recruitment 2024 এই ক্ষেত্রে প্রার্থীকে https://recruitmentdd.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আবেদনের জন্য প্রার্থীকে।
২) https://rect.recruitmentdd.in/apply_online/verify_mobile/a87ff679a2f3e71d9181a67b7542122c এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম,মোবাইল নাম্বার, ও মোবাইল নাম্বারে যাওয়া ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর পুনরায় লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
৩) আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করুন। সর্বশেষে আবেদনমূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই নিচের ডকুমেন্টগুলোর সঙ্গে রাখতে হবে।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশে রাজ্যের স্টীল কারখানায় ভিন্নপদে কর্মী নিয়োগ

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদনের জন্য প্রার্থীকে নিচের ডকুমেন্টগুলোর সঙ্গে রাখতে হবে।
১) জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট/মাধ্যমিক পরীক্ষার মার্কশিট/অ্যাডমিট/অথবা সমমানের যেকোনো পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন।
২) জাতিগত সংস্থাপত্র কপি ।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ।
৪) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড থাকতে হবে।
৫) আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের 3 কপি ফটো।
৬) নিজের ঠিকানা লেখা ও 5 টাকা মূল্যের ডাকটিকেট লাগানো 3টি খাম।

আরও চাকরির খবর- 12 হাজার কনস্টেবল নিয়োগের নতুন নিয়ম চালু হতে চলেছে!

আবেদনের শেষ তারিখ : 17/01/2024 তারিখ থেকে 10/02/2024 তারিখ পর্যন্ত এই পদগুলিতে প্রার্থীরা আবেদন জানাতে পারবে। আরো বিস্তারিত নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক

আবেদনের শেষ তারিখ১৭-০২-২০২৪
অফিসিয়াল নোটিশ (PDF Download)Click Here
আবেদন লিঙ্ক (Online Apply Link)Click Here
অফিশিয়াল ওয়েবসাইটwww.recruitmentdd.in

Related Articles

Back to top button