Post office scheme – বর্তমানে আয় করে ভবিষ্যত সুরক্ষিত করতে সবাই সঞ্চয় করেন। কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে সঞ্চয় করাও কঠিন হয়ে উঠছে। তবুও সকলেই নিজের সাধ্য মত সঞ্চয় করার চেষ্টা করেন। সঞ্চয়ের জন্য সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি সহ বিকল্প খোঁজেন। তাই সব মানুষ সঞ্চয়ের জন্য অন্যতম ভরসাযোগ্য জায়গা পোস্ট অফিসকেই (Post Office Scheme) বেছে নেন।পোস্ট অফিসে যেমন ভালো রিটার্ন পাওয়া যায়, তেমনি গচ্ছিত অর্থও সুরক্ষিত থাকে। পোস্ট অফিসের সেরা সঞ্চয় বিকল্পগুলি হল-
১) পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post office Recurring Deposit)
রেকারিং ডিপোজিট স্কিমটি হল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই স্কিমে (Post office scheme) নামমাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। যারা ফিক্সড ডিপোজিট করতে চান কিন্তু অনেক টাকা হাতে নেই, তাদের জন্য রেকারিং ডিপোজিট খুব ভালো বিকল্প। বর্তমানে এতে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
২) কিষান বিকাশ পত্ৰ (Kisan Vikas Patra)
একটি জনপ্রিয় প্রকল্প হল কিষান বিকাশ পত্র। এই কিষাণ বিকাশ পত্রে (Kisan Vikas Patra) ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই। এই স্কিমে ১২৩ মাসেই টাকা দ্বিগুণ হয়ে যায়। বর্তমানে এই স্কিমে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।
৩) পিপিএফ (PPF)
পিপিএফ বা PPF হল একটি জনপ্রিয় দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প।যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাদের জন্য পিপিএফ একটি ভাল বিকল্প। এই স্কিমে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। এই স্কিমের মেয়াদপূর্তি হয় ১৫ বছরে। তবে মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই স্কিমে বিনিয়োগ করলে করদাতারা ট্যাক্স ছাড়ও পান। বর্তমানে এই স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
৪) এমআইএস (Post Office mis)
এমআইএস হল একটি মাসিক আয় প্রকল্প। এই স্কিমে (Post office scheme) অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক মাস পূর্ণ হলেই সুদ পাওয়া শুরু হয়ে যায়।নিয়মিত আয়ের জন্য কোনও বিনিয়োগ করতে হলে মান্থলি ইনকাম স্কিম সঠিক বিকল্প।তবে এই স্কিমে মূলধন প্রথম পাঁচ বছরের মধ্যে তোলা যাবে না।এমআইএস স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ দিচ্ছে।
৫) পোস্ট অফিস টাইম ডিপোজিট (Post office time Deposit)
Post office scheme -এর এটি ফিক্সড ডিপোজিটেরই মতো। এই স্কিমে ১ থেকে ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করলে বেশ চড়া হারে সুদ পাওয়া যায়। বর্তমানে ১ বছরের টাইম ডিপোজিটে ৬.৯ শতাংশ, ২ থেকে ৩ বছর মেয়াদে ৭ শতাংশ এবং ৫ বছর মেয়াদে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
৬) ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificates)
পোস্ট অফিসের অত্যন্ত জনপ্রিয় স্কিম (Post office scheme) হল ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা জমা করা যায়। এতে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। এই স্কিমে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা যায়। বর্তমানে এতে ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
৭) পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (Post office Savings Account)
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলার বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। এই অ্যাকাউন্টের থেকে প্রাপ্ত সুদ থেকে টিভিএস কাটবে না। যদিও প্রযোজ্য হলে সুদের ওপর আয়কর দিতে হবে। এই সেভিংস স্কিমে (Post office scheme) ন্যূনতম ১০০০ টাকা এবং সর্বাধিক ৩০ লাখ টাকা পর্যন্ত জমা করা যায়।বর্তমানে এই সেভিংস অ্যাকাউন্টে ৮.২ শতাংশ হারে সুদ দিচ্ছে।
আরও পড়ুন – LPG Gas – মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার, কি করে পাবেন বিস্তারিত জানুন