Post Office Rules – বিনিয়োগের করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা ঝুঁকি ছাড়া বিনিয়োগের বিকল্পের খোঁজ করেন। আর তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই পোস্ট অফিসের স্কিমগুলিতে বিনিয়োগ করতেই বেশি পছন্দ করেন। আর তাছাড়া পোস্ট অফিসের স্কিমগুলিতে খুব ভালো সুদের পাশাপাশি একাধিক সুবিধাও দেয়। পোস্ট অফিসে শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক সকলের জন্যই উপযুক্ত সঞ্চয়ের বিকল্প রয়েছে। আজকাল পোস্ট অফিসের স্কিমগুলিতে (Post Office Rules) ভাল রিটার্নও পাওয়া যাচ্ছে।
সারা দেশে কোটি কোটি গ্রাহক রয়েছে, যাদের পোস্ট অফিসে বিভিন্ন স্কিম রয়েছে। তবে সম্প্রতি পোস্ট অফিসের (Post Office) সেভিংসে অ্যাকাউন্ট নিয়ে বড় পরিবর্তন (Post Office Rules) আনা হয়েছে। পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট থাকলে এই নিয়মগুলি সমন্ধে জেনে নিতে হবে। অন্যথায় আগামী দিনে সমস্যায় পড়তে পারেন। তিনটি নতুন নিয়মের (India Post) বিষয়ে পরিবর্তন করা হয়েছে।
পোস্ট অফিসের এই ৩ টি নতুন নিয়ম (Post Office Rules) গুলি সমন্ধে জেনে নিন।
আরও পড়ুন – Govt Pension Scheme – এই ৪ টি স্কিমে নিশ্চিন্তে অবসর কাটান, নিয়মিত পেনশন দেবে সরকার
১) যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে পরিবর্তন।
পোস্ট অফিসের যৌথ অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যায় পরিবর্তন আনা হয়েছে। পোস্ট অফিস আগে তার গ্রাহকদের একটি যৌথ অ্যাকাউন্টে মাত্র দুজনকে একটি অ্যাকাউন্ট খোলার অনুমতি দিত, যা এখন পরিবর্তন করে তিন করা হয়েছে। অর্থাৎ এখন পোস্ট অফিসে একসঙ্গে তিনজন সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
২) টাকা তোলার নিয়মে পরিবর্তন।
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মেও অনেক পরিবর্তন করা হয়েছে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে এখন টাকা তুলতে হলে গ্রাহকদের ফর্ম – ২ এর পরিবর্তে ফর্ম -৩ জমা দিতে হবে। পোস্ট অফিসের এই পরিবর্তনের (Post Office Rules) ফলে এখন গ্রাহকরা শুধুমাত্র পাসবুক দেখিয়ে অ্যাকাউন্ট থেকে নূন্যতম ৫০ টাকা তুলতে পারবেন। আগে ৫০ টাকা তোলার জন্য ফর্ম – ২ পূরণ করে পাসবুকে স্বাক্ষর করে টাকা তোলা যেত।
৩) সুদ পরিশোধের নিয়মে পরিবর্তন।
এখন গ্রাহকরা পোস্ট অফিস সেভিংস (Post office savings account) স্কিমে দশম দিন থেকে মাসের শেষ দিন পর্যন্ত সর্বনিম্ন পরিমাণ ৪ শতাংশ সুদের হারের সুবিধা পাবেন। এর পাশাপাশি এই বছরের শেষে এই সুদের পরিমাণ সেভিংস অ্যাকাউন্টে জমা হবে। অন্যদিকে যদি কোনও অ্যাকাউন্টধারক মারা যান, তবে অ্যাকাউন্টধারক যে মাসে ব্যক্তি মারা গেছেন সেই মাসেই সুদের পরিমাণ পাবেন।
অর্থমন্ত্রক একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে এবিষয়ে জানিয়েছেন। অর্থমন্ত্রক ৩ জুলাই ২০২৩- এ বিজ্ঞপ্তি জারি করে পোস্ট অফিসের সঞ্চয় অ্যাকাউন্টের পরিবর্তনের (Post Office Rules) কথা জানিয়েছে। পোস্ট অফিসের সঞ্চয় অ্যাকাউন্টের এই সমস্ত পরিবর্তনগুলি অ্যাকাউন্টধারকের সুবিধার জন্য করা হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রক।
আরও পড়ুন – Electricity Bill – অবশেষে বিদ্যুৎ বিল নিয়ে স্বস্তির খবর! কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী