দেশ জুড়ে চাকরির বাজারে মন্দা দেখা দিয়েছে। তাই চাকরির বিকল্প পথ হিসেবে অধিকাংশ যুবক-যুবতীরা বর্তমানে ব্যবসায় (Business for Ladies) প্রতি মনোযোগী হয়েছে। অল্প টাকার বিনিময়ে ব্যবসা শুরু করে অনেকেই মাসে যথেষ্ট টাকা উপার্জনও করছেন। তবে ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনেকেই জানেন না যে কিসের ব্যবসা করবেন এবং সেক্ষেত্রে কত টাকা বিনিয়োগ প্রয়োজন।
আর এই কারণেই বেশিরভাগ যুবক-যুবতীরা তাদের ব্যবসা (Business for Ladies) শুরু করতে পারেন না। এমনকী ব্যবসা সম্পর্কিত সঠিক ধারণা না থাকার কারণে অনেক যুবক-যুবতীদের লাভের বদলে লোকসানের সম্মুখীন হতে হয়। তাই আজ আপনাদের সুবিধার জন্য কয়েকটি ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি। আপনারা বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করে মাসে যথেষ্ট টাকা উপার্জন করতে পারবেন।
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |
১) ক্লাউড কিচেন বা খাবারের দোকান–
অনেকেই বিভিন্ন ধরনের রান্না করতে ভালবাসেন। আপনিও যদি ভীষণ ভালো রান্না করতে পারেন তবে আপনার জন্য ক্লাউড কিচেন একেবারে পারফেক্ট ব্যবসা হতে পারে। ক্লাউড কিচেন বলতে ছোটো রেস্টুরেন্টগুলিকে বোঝায়, যেখানে শুধুমাত্র রান্না করা যায়। এর জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না।আপনার বাড়ির রান্না ঘরটিকেই ক্লাউড কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন।
এমনকি হোম ডেলিভারি সার্ভিসও চালু করতে পারবেন। এছাড়াও কর্পোরেট অফিস, ফ্যাক্টরির কর্মচারীদের টিফিন থেকে শুরু করে ছোট পার্টি, অনুষ্ঠানে খাবার ডেলিভার করার মাধ্যমে আপনি নিজের ব্যবসাটিকে বাড়াতেও পারেন। এই ক্লাউড কিচেনের ব্যবসা করে আপনি প্রত্যেক বছরে ৮-১০ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।
২) ইভেন্ট প্ল্যানিং–
ইভেন্ট প্লানার হিসেবে আপনি নিজের কাজ শুরু করতে পারেন। আজকাল পূজো, জন্মদিন অথবা বিবাহ বার্ষিকীর জন্য সাধারণ মানুষ ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেন। আর এই সব অনুষ্ঠান কিংবা পার্টির প্লানিং এর দায়িত্ব দেওয়া হয় ইভেন্ট প্ল্যানারদের। তাই আপনিও নিজের একটি ছোটো ইভেন্ট কোম্পানির ব্যবসা চালু করে মাসে ভাল টাকা উপার্জন করতে পারবেন।
৩) স্পেশাল স্কিল-
আপনার যদি কোন স্পেশাল স্কিল থাকে, যেমন- নাচ,গান আর্ট, মেহেন্দি অথবা মেক আপ তবে আপনি আপনার সেই বিশেষ স্কিলটিকে নিজের পেশায় পরিবর্তন করতে পারেন। আপনি বিভিন্ন অনলাইন সাইটগুলিতে নিজের আঁকা ছবি, মেহেন্দি কিংবা মেকাপের বিভিন্ন ভিডিও, ছবি পোস্ট করার মাধ্যমে প্রচার করতে পারেন, এবং সেখান থেকে আগ্রহী ব্যক্তিরা আপনার যোগাযোগ করবে। বিভিন্ন অনুষ্ঠান, পূজো, বিয়েতে মেহেন্দি আর্টিস্ট কিংবা মেকাপ আর্টিস্ট হিসেবে কাজ করে টাকা ইনকাম করতে পারেন।
৪) ছোট নার্সারি–
আপনার বাড়িতে যদি জায়গা থাকে তাহলে আপনি আপনার বাড়িতে একটি ছোট নার্সারি গড়ে তুলতে পারেন। নিজের বাড়িতে গাছ লাগিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। অনেক মানুষজন তাদের বাড়িতে গাছ লাগাতে পছন্দ করেন, তাদের কাছে আপনি গাছগুলি বিক্রি করার মাধ্যমে নিজের ব্যবসাটিকে জনপ্রিয় করে তুলতে পারেন। এছাড়াও বিভিন্ন অফিস পার্টি, অনুষ্ঠানকে সাজিয়ে তোলার জন্য গাছ ব্যবহার করা হয়, সেখানে আপনি গাছ ডেলিভার করার মাধ্যমেও আপনার ব্যবসাটিকে বাড়িয়ে বেশ ভাল ইনকাম করতে পারেন।
৫) কাপড়ের ব্যবসা–
বর্তমানে মিন্ত্রা, ফ্লিপকার্ট, অ্যামাজন-এর মতো অনলাইন শপিং সাইটগুলোতে কেনাকাটা বাড়ছে। তবে অনেকেই এই সমস্ত শপিং সাইট থেকে জামা- কাপড় কেনার পদ্ধতি জানেন না বা অনেকে অনলাইন কেনাকাটা পছন্দ করেন না। তারা শপিংমল বা ছোটখাট কাপড়ের দোকান থেকেই কেনাকাটা করতে পছন্দ করেন। তাই আপনিও নিজের একটি ছোট কাপড়ের দোকান খুলতে পারেন। তবে গ্রাহকদের আকর্ষিত করার জন্য ইউনিক কালেকশন যেমন- শাড়ি থেকে শুরু করে কুর্তি, জিন্স, টপ প্রভৃতি জামা কাপড় নিজের দোকানে রাখতে হবে।যাতে গ্রাহকরা কোনো ভাবেই আপনার দোকান থেকে ফিরে না যায়।
৬) ই-কমার্স–
এখন সবাই অনলাইনেই জিনিসপত্র কিনতেই বেশি অভ্যস্ত। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনিও আপনার ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি নিজে কোনো জিনিস বানিয়ে সেটিকে ফ্লিপকার্ট, আমাজন এর মতো বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটগুলোতে বিক্রি করতে পারেন। এছাড়াও আপনি লোকাল মার্কেটে থেকে হোলসেলারের মারফত জিনিস কিনে সেগুলিকেও এই ওয়েবসাইটগুলিতে বিক্রি করতে পারেন। এভাবে আপনি যথেষ্ট কম বিনিয়োগে নিজস্ব ব্যবসা শুরু করে বেশ ভাল উপার্জন করতে পারেন।
৭) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-
বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। কোন কিছুই ভাইরাল হতে সময় লাগে না। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেকেই রাতারাতি স্টার হয়ে গিয়েছেন। আপনিও আপনার স্পেশাল স্কিলগুলি কাজে লাগিয়ে নানান ধরনের এন্টারটেইনিং ভিডিও তৈরি করে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে পোস্ট করতে পারেন। এক্ষেত্রে খানিকটা সময় বেশি লাগলেও আপনি পরে অবশ্যই ফল পাবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনি যথেষ্ট টাকা উপার্জন করতে পারবেন।
আরও পড়ুন- স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে মাসে ভাল টাকা উপার্জন করতে পারেন! কি সেই ব্যবসা জানুন
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |