Advertisement

Close Bank account – বন্ধ হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, হাতে আর এক মাস, তাড়াতাড়ি করুন এই কাজ।

Close Bank account – কেন্দ্রীয় সরকার প্রায়ই বিভিন্ন নতুন নতুন নিয়ম-নীতি আনতে থাকে। তেমনি সামনে এলো আরো এক নতুন নিয়ম। যে নিয়ম না মানলে বন্ধ হয়ে যেতে পারে আপনার (Close Bank account) ব্যাংক অ্যাকাউন্ট। অনেকেই জানেন বহুদিন ধরে কেন্দ্রীয় সরকার আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড কে লিংক করার কথা বলেছে। বর্তমানে হাজার টাকা জরিমানার সঙ্গে এই কাজটি করা যাচ্ছে।

বারবার সরকার এই কাজটি করার কথা বললে বহু মানুষ এই কাজটি করছেন না এবং সরকার লাস্ট ডেট বাড়িয়েই চলেছে। গত ৩০ শে জুন লাস্ট ডেট হিসাবে সরকারি তরফে জানানো হয়েছে, এবং বিভিন্ন মাধ্যম মারফত জানা গেছে যে যেহেতু বহুবার সরকার এই লাস্ট ডেট বাড়িয়েছে তাই এবার সরকার আর এবার কোনমতেই লাস্ট ডেট বাড়াবে না। এই লাস্ট ডেট এর আগে এই কাজটি না করলে অচল হয়ে যাবে আপনার প্যান কার্ড।

আরও পড়ুন – National Scholarship – কেন্দ্রীয় এই স্কলারশিপে আবেদন করলে ছাত্রছাত্রীরা ১০,০০০-৫০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

আপনার প্যান কার্ড অচল হয়ে গেলে আপনি ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতে পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল থাকলেও আপনার ব্যাংকে থাকা প্যান ডিটেলস অচল হয়ে যাবে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে ৫০ হাজার টাকার বেশি লেনদেন করার জন্য ব্যাংক অ্যাকাউন্টর (Close Bank account) সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকা আবশ্যিক।

তাই ৩০ তারিখের আগে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক (Pan Aadhar Link) না করলে আপনার প্যান কার্ড অচল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক একাউন্টের (Close Bank account) প্যান ডিটেলস অচল হয়ে যাবে। যার ফলে আপনি আপনার একাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেন করতে পারবেন না। অর্থাৎ পুরোপুরি ভাবে আপনার অ্যাকাউন্ট বন্ধ (Close Bank account) না হলেও আংশিক ভাবে আপনার অ্যাকাউন্ট টি বন্ধ হয়ে যাচ্ছে।

এছাড়াও আপনি যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন সেক্ষেত্রে আপনি আর কোনভাবেই আপনার ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন দিতে পারবেন না। পরবর্তীতে আপনাকে এই প্যান কার্ড ওপেন করাতে হলে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা অব্দি জরিমানা করা হতে পারে। তার সঙ্গে উপরি পাওনা তো রয়েছে হেনস্থা, তাই আর দেরি না করে এক্ষুনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড টি লিঙ্ক (Pan Aadhar Link) করে নিন।

আরও পড়ুন – Free Ration – বিনামুল্যে রেশন ব্যবস্থা নিয়ে কেন্দ্রের বড় সিদ্ধান্ত! কেন্দ্র কি সিদ্ধান্ত নিল জানুন।

Related Articles

Back to top button