ATM Card Rules – ATM কার্ড দিয়ে টাকা তোলার নতুন নিয়ম জানেন? ব্যাংকের এই নিয়ম না জানলেই বিপদ

ATM Card Rules – অনলাইন পেমেন্ট যতই থাকুক না কেন আজকের দিনে দাঁড়িয়ে সমান ভাবে প্রাসঙ্গিক নগদ অর্থের লেনদেন। দিন দিন ইউপিআই পেমেন্ট ব্যবহার বাড়ছে। কিন্তু সবাই এই ইউপিআই পেমেন্ট নয় বরং নগদ অর্থব্যহারেই বেশি সাবলীল। শহর এবং গ্রামে গঞ্জে বিভিন্ন ব্যাংকের এটিএম মেশিন বসানো রয়েছে। যেখান থেকে ব্যাংকে না গিয়েও এটিএম থেকে টাকা তুলে নেওয়া যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ATM Card rules and regulations

এটিএম থেকে টাকা তোলার জন্য কিছু নিয়ম আছে। সরকারি হোক বা বেসরকারি, প্রতিদিন কোন ব্যাংকের এটিএম থেকে কত টাকা তুলতে পারবেন, জানেন? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? জানুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এটিএম থেকে কিভাবে টাকা তুলবেন?

গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড অফার করে থাকে SBI। এই কার্ডগুলিতে নগদ টাকা তোলার ক্ষেত্রে কিছু সীমা নির্ধারণ করা হয়েছে।

1) ক্লাসিক ডেবিট কার্ড বা মায়েস্ট্রো ডেবিট কার্ড থেকে প্রতিদিন 20,000 টাকা তুলতে পারবেন।
2) যদি আপনার কাছে SBI প্লাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে তাহলে, একদিনে 1 লক্ষ টাকা পর্যন্ত নগদ অর্থ তুলতে পারবেন।
3) SBI গো লিঙ্কড এবং টাচ ট্যাপ ডেবিট কার্ড থাকলে তুলতে পারবেন 40 হাজার টাকা।
4) এছাড়াও, 75000 টাকা ট্রান্সফার করতে পারবেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) ATM থেকে কত টাকা তুলতে পারবেন জানেন?

1) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্লাসিক ডেবিট কার্ডের যাদের আছে, তারা ATM থেকে তুলতে পারবেন 25,000 টাকা।
2) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্লাটিনাম ডেবিট কার্ড থাকলে আপনি প্রতিদিন 50,000 টাকা তুলতে পারবেন।
3) যদি গোল্ড ডেবিট কার্ডের সাথে সংযুক্ত অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে দৈনিক 50,000 টাকা নগদ তোলা যাবে।
4) মেট্রো শহরগুলিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তিনবার বিনামূল্যে এটিএম থেকে টাকা তোলার সুবিধা এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে পাঁচবার বিনামূল্যে টাকা তোলার সুবিধা প্রদান করে।

আরও পড়ুন – LPG Cylinder price- রান্নার গ্যাসে আরও ৩০০টাকা দাম পড়ল! বঙ্গে কত হল দাম আসুন দেখে নেওয়া যাক

HDFC ATM থেকে টাকা তোলার নির্ধারিত সীমা জানেন?

HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে সারাদিনে তিনবার বিনামূল্যের লেনদেনের সুবিধা দেয়। প্রধান শহরগুলিতে মোট পাঁচবার বিনামূল্যে টাকা তোলার সুবিধা দেয়৷ HDFC ব্যাংকের ATM কার্ড দিয়ে প্রায় 3 লক্ষ টাকার কেনাকাটার সুযোগ আছে।

1) HDFC ব্যাংকের মিলেনিয়া ডেবিট কার্ড থাকলে প্রত্যেকদিন নগদ 50,000 টাকা তোলা যাবে।
2) মানিব্যাক ডেবিট কার্ড থাকলে 25,000 টাকা তুলতে পারবেন।
3) আর বিদেশী এটিএম লেনদেনের জন্য ব্যাঙ্ক চার্জ করে 125 টাকা।

Axis Bank ATM থেকে টাকা তোলার নির্ধারিত সীমা

মেট্রো শহরগুলিতে তিনবার এবং অন্যান্য জায়গার ক্ষেত্রে পাঁচবার বিনামূল্যে টাকা তোলার সুবিধা প্রদান করে থাকে এক্সিস ব্যাংক এটিএম৷ প্রতিদিন 40 হাজার নগদ Axis Bank এটিএম থেকে তোলা যায়।

Yes Bank ATM থেকে টাকা তোলার নির্ধারিত সীমা

1) Yes Bank ATM প্রতিদিন ডেবিট কার্ডের মাধ্যমে 25,000 টাকা তোলা সম্ভব।
2) ট্রান্সফার করতে পারবেন 75,000 টাকা।

উল্লেখ্য, স্টেট ব্যাংকের এটিএম কার্ড যাদের আছে তারা মেট্রো শহরে মাসে তিনবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এই সীমা যদি অতিক্রম করে তাহলে 5 টাকা সহ জিএসটি দিতে হবে টাকা তুলতে গেলে। সে ক্ষেত্রে অন্যান্য ব্যাংকে এটিএম থেকে 10 টাকা চার্জ করা হয়।

আরও পড়ুন – Gram suraksha yojana- রোজ ৫০ টাকা দিলেই মিলবে ৩৫ লক্ষ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে দিচ্ছে মোটা অংকের হাতছানি।