IOCL Recruitment: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা অনেকদিন চাকরির আশায় বসে আছেন তাদের জন্য খুশির খবর। উচ্চমাধ্যমিক যোগ্যতায় চাকরি খুঁজছেন অবশ্যই তাহলে প্রতিবেদনটি ভালো করে লক্ষ্য করুন। 473 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। শুধুমাত্র স্বীকৃতি বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা,বয়স, শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এসব তথ্যের সমাধান রয়েছে আজকের প্রতিবেদনে।
IOCL Recruitment notification 2024
বয়সসীমা : এই পদের জন্য আবেদনকারীরা সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 24 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনকারীদের বয়স 12/01/2024 তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত ST/SC প্রার্থীরা 5 বছর ,OBC প্রার্থীরা 3 বছর এবং PWD প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : এই পদে মোট 473 টি শূন্যপদ রয়েছে।
আরও চাকরির খবর- অষ্টম শ্রেণী পাশে স্কুলে গ্রুপ ডি সহ ভিন্ন পদে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা
আবেদনের ক্ষেত্রে প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা আলাদা। আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। অথবা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ITI এর যেকোন একটি কোর্স যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ও রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইন্সট্রুমেন্টেশন এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ইন্সট্রুমেন্টেশন এবং প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কোর্স কমপ্লিট করতে হবে।
আবেদন করার পদ্ধতি
অনলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে।
১) আবেদনের জন্য প্রার্থীকে https://plapps.indianoilpipelines.in/PLApprentice/user/basic_register এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, টেকনিক্যাল কোর্সর নাম, নিজের সম্পূর্ণ নাম, জন্ম তারিখ, ক্যাটাগরি, বৈধ মোবাইল নাম্বার, ব্যবহৃত ইমেল আইডি, পাসওয়ার্ড ইত্যাদি তথ্যের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
২) রেজিস্টেশন সম্পন্ন হলে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড ও জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে।
৩) লগইন এরপর আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার,শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ সার্টিফিকেট ইত্যাদি নথিপত্র আপলোড করতে হবে। এভাবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও চাকরির খবর- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে BDO অফিসে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ
নিয়োগ প্রক্রিয়া
এই পদে নিযুক্ত হওয়ার জন্য প্রার্থীকে ইংরেজি ও হিন্দি ভাষায় 100 নাম্বারে লিখিত পরীক্ষা দিতে হবে। 18.02.2024 তারিখের পরীক্ষায় 100 নাম্বারের মধ্যে 75টি প্রশ্ন থাকবে ডিপ্লোমা স্তরের থেকে এবং বাকি 25টি প্রশ্ন থাকবে যুক্তি, সাধারণ ইংরেজি, সংখ্যাগত যোগ্যতা এবং সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে। পরীক্ষায় MCQ টাইপের প্রশ্ন থাকবেএবং কোনরকম নেগেটিভ মার্ক থাকবে না। এই 100 নাম্বারের পরীক্ষার জন্য প্রার্থীদের দু ঘন্টা সময় দেওয়া হবে।
পরীক্ষার নাম্বার ভিত্তিক প্রার্থীকে নিযুক্ত করা হবে। পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রার্থীকে সঙ্গে করে অবশ্যই 18.02.2024 তারিখে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে।
আবেদনের শেষ তারিখ : আবেদনকারীরা 12/01/2024 তারিখ থেকে 01/02/2024 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
আরও চাকরির খবর- ITI পাশে 1646 টি শূনপদে রেলওয়ে দপ্তরে কর্মী নিয়োগ
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
আবেদনের তারিখ | ০১-০২-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
আবেদনের লিঙ্ক | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | www.iocl.com |