WB DEO Recruitment- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। নতুন করে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ (WB Recruitment) কর্মসূচি শুরু হল। নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক। রাজ্যের তেইশটি জেলার চাকরিপ্রার্থীদের জন্য খুলে গেল আবেদনের দরজা। তাহলে আর দেরি কিসের? শীঘ্রই আবেদন করুন চাকরিপ্রার্থীরা। সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে জানতে চান? তবে মন দিয়ে পড়ে নিন আজকের প্রতিবেদনটি।
WB DEO Recruitment 2024 Details
Advertisement No. | I/491091/2024 |
নিয়োগকারী সংস্থা | Paschim Banga Society for Skill Development (PBSSD) Department of Technical Education, Training & Skill Development |
মোট শূন্যপদ | Official Notification দেখুন |
আবেদনের শেষ তারিখ | 03.04.2024 |
পশ্চিমবঙ্গ সরকারের স্কিম ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে ওয়েস্ট বেঙ্গল সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এই প্রজেক্টের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। এখানে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগ (WB DEO Recruitment) হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। অর্থাৎ যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে বেছে নিয়ে শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আবেদন জানানোর জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি কী কী? আসুন জেনে নেওয়া যাক।
শিক্ষাগত যোগ্যতা
রাজ্যের যে সকল প্রার্থীরা WB DEO Recruitment-এর জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। প্রকাশিত নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য আগ্রহীদের ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। আবেদন জানাতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই।
বয়সসীমা
যে সকল প্রার্থীরা ডেটা এন্ট্রি অপারেটরের বা DEO নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১ মার্চ ২০২৪ অনুযায়ী সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৪৪ বছরের মধ্যে। বিজ্ঞপ্তিতে মেনশন করা হয়েছে যে, নিয়োগে বয়সসীমাকে গুরুত্ব দেওয়া হবে।
মাসিক বেতন
রাজ্যের ডেটা এন্ট্রি অপারেটর বা (WB DEO Recruitment 2024) পদের নিয়োগ প্রক্রিয়ায় যে নির্বাচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন, তাঁদের বেতন হবে সন্তোষজনক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্ত প্রার্থীর প্রতিমাসের বেতন হবে ১১ হাজার টাকা। তবে প্রার্থীকে যথেষ্ট বিচক্ষণ হতে হবে তাঁর ওয়ার্ক ফিল্ডে।
WB DEO Recruitment 2024 আবেদন জানাবেন কিভাবে?
- (A) আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মারফত। তাই নিয়োগে আবেদন জানাতে হলে ইচ্ছুকদের প্রথমেই ভিজিট করতে হবে অফিসিয়াল সাইটে।
- (B) ওয়েবসাইট থেকে আবেদনের লিঙ্কে ক্লিক করুন ও নিজের সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিন। ফর্মে নিজের পার্সোনাল ডিটেলস যথাযথভাবে উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো ভুল যেন না হয়।
- (C) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটিতে লিখিত তথ্যগুলি সঠিক ভাবে চেক করে আবেদন পত্র জমা করুন ও তার একটি কপি নিজের কাছে রেখে দিন।
আবেদনের সময়সীমা
WB DEO Recruitment চাকরির জন্য আবেদন জমা দেওয়া যাবে আগামী ৩ এপ্রিল ২০২৪ পর্যন্ত। সময়সীমার পর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রার্থী তাঁদের অ্যাপ্লিকেশনটি জমা করুন। এ বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
Official Website – www.pbssd.gov.in
অনলাইন আবেদন লিঙ্ক – Here