WBSEDCL – সিএসসির পথই অনুসরণ করল WBSEDCL। এবার নয়া নিয়ম করার লক্ষ্যে ডব্লুবিএসইডিসিএল। আমরা সকলেই জানি সিএসসির গ্রাহকদের মাসিক বিল দিতে হয়। সিএসসি লিমিটেডের সাথে তার গ্রাহকদের পরিষেবার যথেষ্ট স্বচ্ছতা রয়েছে আর ডব্লিউবিএসইডিসিএলের গ্রাহকদের ত্রৈমাসিক বিল জমা দিতে হয় যে কারণে ডব্লুবিএসইডিসিএলের গ্রাহকদের অভিযোগ উঠেছে প্রতিমাসের বিলে কারচুপি করে চলেছে ডব্লিউবিএসইডিসিএল। কেন অভিযোগ ওঠার কারণে নয়া নিয়ম জারি করেছে WBSEDCL। কী সেই নয়া নিয়ম এবং গ্রাহকরাই বা কীভাবে স্বস্তি পেতে চলেছেন সে সমস্ত কিছুই জানাব আজকের এই প্রতিবেদনে।
WBSEDCL বিদ্যুতের বিলেও স্বস্তি মিলছে না গ্রাহকদের
ডব্লুবিএসইডিসিএলের গ্রাহকদের জন্য এবার এক স্বস্তির খবর। গরমে নাজেহাল অবস্থায় যেখানে এক মুহূর্ত ফ্যান এসি ছাড়া থাকা দায় হয়ে পড়ছে সেখানে বিদ্যুতের বিলও পাল্লা দিয়ে বেড়েই চলেছে এবং মধ্যবিত্তের পকেটে পড়েছে টান।দ্রব্যমূল্যের বাজারদর সমস্ত দিকেই যেভাবে আকাশচুম্বি সেখানে বিদ্যুতের বিলেও স্বস্তি মিলছে না গ্রাহকদের।
নতুন মাস পড়তেই তাই ডব্লিউবিএসইডিসিএলের তরফ বিজ্ঞপ্তি দিয়ে থেকে জানানো হয়েছে গ্রাহকদের বাড়তি বিলের বোঝা কমাতে এবার থেকে প্রতি মাসে বিল পাঠাবে ডব্লিউবিএসইডিসিএল, ঠিক যেমনটি করে সিইএসসি। এতে করে বিলের কারচুপি হওয়ারও অভিযোগ উঠবে না। প্রতি মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তা প্রতি মাসেই সঠিক ভাবে জানতে পারবেন গ্রাহকরা, মিটার দেখে কতটা ইউনিট ব্যবহার হয়েছে তার ওপরই বিল প্রস্তুত করা হবে। মূলত চলতি মাস থেকেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানিয়েছেন ডব্লুবিএসইডিসিএলের কর্তৃপক্ষরা। এমন বিজ্ঞপ্তি প্রকাশ হতেই গ্রাহকদের মুখে স্বস্তির ছবি দেখা গিয়েছে।
দিনে দিনে বিকট গরম ও হাঁসফাঁস পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। তার উপরের ঠিকমতো বর্ষার দেখাও মিলছে না। বঙ্গে বর্ষা নেই বললেই চলে, জুন মাস শেষ হয়ে গিয়ে জুলাই মাস পড়ে গিয়েছে কিন্তু এখনো সঠিকভাবে দক্ষিণবঙ্গের বর্ষার দেখা তেমন ভাবে পাওয়া যায় নি,আদৌ দক্ষিণবঙ্গে কবে বর্ষা সঠিকভাবে হবে সে কথাও জানাতে পারছেন না আবহাওয়াবিদরা। উল্টোদিকে উত্তরবঙ্গে অতিবৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্টে দক্ষিণবঙ্গে এমন তীব্র গরমের দাপটে এসি ফ্যানই ভরসা। এক মুহূর্ত এসি ফ্যান ছাড়া থাকা অসম্ভব হয়ে উঠছে। এ বছর গরমের দাপটও যথেষ্টই যে কারণে বিদ্যুতের বিলেও বেশ চাপে রয়েছে মধ্যবিত্তরা। সম্প্রতি জানা গিয়েছে বিদ্যুতের ইউনিট প্রতি দামও বৃদ্ধি করেছে সিইএসসি তাই এক কথায় বলা যায় মধ্যবিত্তরা সবদিক থেকেই পিষছে।জীবনে শান্তি নেই বললেই চলে।এসির ঠাণ্ডা হাওয়া মনে কতটা স্বস্তি দিতে পারছে চিন্তার বিষয়।