Advertisement

Jio Recharge Plan: একসঙ্গে 7 টি ধামাকাধার প্ল্যান আনল জিও! সবাই পাবেন প্রচুর সুবিধা, জেনে নিন ঝটপট

Jio Recharge Plan: জুলাই থেকেই বেড়ে গিয়েছে মোবাইলের খরচ। খরচ বাঁচাতে তৎপর হয়েছে সাধারণ মানুষ। এই মূল্যবৃদ্ধির বাজারে এত টাকা খরচ করা ফোনের পিছনে কিভাবে সম্ভব! দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন তুলছেন তাঁরা। দেশে সর্বাধিক গ্রাহক সংখ্যা মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওর। গ্রাহক সংখ্যার খাতিরে পিছিয়ে নেই এয়ারটেল, ভিআই-ও তবে স্বস্তি নেই কোথাও।

প্রত্যেকটি সংস্থার তরফে রীতিমতো ছ্যাঁকা দেওয়ার মত রিচার্জ প্ল্যান হাজির করা হয়েছে। তবে, গ্রাহকদের হতাশ করেননি মুকেশ আম্বানি। ৭ টি ধামাকাদার রিচার্জ প্ল্যান আনলো রিলায়েন্স জিও। ‌এক নজরে জেনে নিন কোন প্যাকের মূল্য কিরকম, কি কি সুবিধা মিলবে।

রিলায়েন্স জিওর নতুন রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan)!

সাধারণত যে সকল স্মার্টফোন ব্যবহারকারীরা প্রতিদিন ১ জিবি, ১.৫ জিবি করে নেট ব্যবহার করেন, তাঁদের জন্য আনা হয়েছে নতুন ডেটা বুস্টার প্ল্যান। এই সকল প্ল্যানগুলির বৈধতা হল আপনার মোবাইল নম্বরে সক্রিয় থাকা প্ল্যানগুলির মতোই। রিলায়েন্স জিও কোম্পানি তার শুল্ক ব্যয়বহুল করার পরে চালু করলো তিনটি নতুন 5G ডেটা বুস্টার প্ল্যান।

জিওর এই সকল ডেটা বুস্টার প্ল্যানগুলি রয়েছে ওয়েবসাইটে ট্রু আনলিমিটেড আপগ্রেড বিভাগের অধীনে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিওর নতুন ডেটা বুস্টার প্ল্যানের দাম রাখা হলো 51 টাকা, 101 টাকা এবং 151 টাকা। অর্থাৎ এই প্ল্যানগুলি গ্রাহকের সাধ্যের মধ্যে। এই তিনটি প্ল্যানই জিও ইউজারদের আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে দেয়। উপরোক্ত তিনটি প্ল্যান ছাড়াও আরো চারটি প্ল্যান চালু করেছে সংস্থা।

এগুলির মধ্যে অন্যতম হলো 139 টাকার 4G ডেটার জন্য ডেটা বুস্টার রিচার্জ প্ল্যান। এতে মিলবে 12GB ডেটা। এছাড়া রয়েছে 69 টাকা, 29 টাকা এবং 19 টাকার প্ল্যানগুলি। এরমধ্যে 69 টাকায় 6GB ডেটা, 29 টাকায় 2GB ডেটা আর 19 টাকায় 1GB ডেটা দেওয়া হবে গ্রাহকদের। ‌

এই প্ল্যানগুলিতে রিচার্জ করবেন কিভাবে?

গ্রাহকরা যদি চান, তাহলে খুব সহজেই এই প্ল্যান গুলির সুবিধা নিতে পারবেন। ডেটা বুস্টার প্ল্যান গুলিতে রিচার্জ করা যাবে Jio-এর ওয়েবসাইট, MyJio অ্যাপ অথবা Jio স্টোর থেকে।‌ এছাড়াও প্ল্যানগুলিকে গ্রাহকরা তাদের ইচ্ছেমতো Google Pay, Amazon Pay, PhonePe এবং Paytm-এর মতো UPI অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারেন।

Related Articles

Back to top button