BSNL Recharge Plan: ভারতবর্ষের প্রথম সারির নামিদামি টেলিকম সংস্থাগুলি সাধারণ মানুষের ঘুম কেড়েছে। মাসের শুরু থেকেই লাফিয়ে বেড়েছে মোবাইলের খরচ। এক ধাক্কায় ২৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে প্রত্যেকটি রিচার্জের। এখন ইচ্ছেমতো কথা বলতে হলে, নেট ব্যবহার করতে গেলে কপালের চিন্তার পড়ছে ভাঁজ মধ্যবিত্তের। অনেকেই খুঁজছেন সস্তার প্ল্যান। কিন্তু কোথায় কি? প্রত্যেকটি রিচার্জ যেন ছ্যাঁকা দিচ্ছে!
সাধারণ মানুষ বলছেন, শুধু ফোনের জন্যই যদি এত টাকা খরচ হয়ে যায়, তাহলে বাকি ক্ষেত্রে জীবনযাপন চলবে কিভাবে? সাধারণের আর্জি শুনলো বিএসএনএল। এই সংস্থার তরফে আনা হয়েছে অত্যন্ত সস্তার একটি রিচার্জ প্ল্যান। মাত্র ১৯ টাকা খরচ করেই লাভবান হতে পারবেন আপনি।
BSNL Recharge Plan 2024
BSNL-এর ১৯ টাকার নতুন রিচার্জ প্ল্যান! দেশের সাধারণ মানুষকে আশার আলো দেখালো ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL। এই সংস্থার তরফে ন্যূনতম মূল্যের একটি মোবাইল রিচার্জ এর প্ল্যান চালু রয়েছে। আজকালকার এই মূল্যবৃদ্ধির বাজারে নিঃসন্দেহে এই প্ল্যান সকলের মন কাড়ছে। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে মাত্র ১৯ টাকা খরচ করে সারা মাস চালানো যাবে। সংস্থার তরফে এই সুলভ, নূন্যতম মূল্যের প্ল্যানটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি মাত্র ১৯ টাকা রিচার্জ করলেই সারা মাস নিশ্চিন্ত হতে পারবেন।
BSNL সংস্থার এই রিচার্জ প্ল্যানে কুড়ি পয়সা হারে মোবাইল কলিং সুবিধা পাবেন গ্রাহক। রিচার্জের টাকা শেষ হয়ে গেলেও পুরো ৩০ দিনের জন্য চালু থাকবে ইনকামিং কল আপনার মোবাইল নম্বরে। তবে সর্বনিম্ন ১৯ টাকার রিচার্জ প্ল্যান ছাড়াও ২২ টাকার আরও একটি রিচার্জ প্ল্যান রয়েছে BSNL টেলিকম সংস্থার। প্রিপেইড রিচার্জ প্ল্যানটি টানা ৯০ দিন অর্থাৎ তিন মাসের জন্য কলিংয়ের সুবিধা দেয়। শুধু কি তাই! ২২ টাকার এই রিচার্জ প্ল্যানে দেওয়া হচ্ছে এসটিডি কলিং সুবিধা। সেক্ষেত্রে প্রতি মিনিটে চার্জ করা হচ্ছে ৩০ পয়সা করে।
BSNL-এর আরও সস্তার রিচার্জ প্ল্যান!
বিএসএনএল কর্তৃপক্ষ এই দুটি রিজার্ভ প্ল্যানের ক্ষেত্রে কোন রকম ইন্টারনেট পরিষেবা দিচ্ছে না। তবে, গ্রাহক যদি চান ইন্টারনেট পরিষেবা পেতে তাহলে রিচার্জ করতে পারেন ৪৯ টাকার প্ল্যান টিতে। এই প্ল্যানে কুড়ি দিনের জন্য দেওয়া হচ্ছে মোট ১০০ মিনিটের কলিং পরিষেবা এবং ১ জিবি মোবাইল ডেটা। তাই আপনি যদি মোবাইল রিচার্জ নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে বিএসএনএল কোম্পানির সস্তার পুষ্টিকর রিচার্জ প্ল্যানগুলিকে ব্যবহার করতে পারেন। এতে আপনার সাশ্রয় হবে এবং অবশ্যই অতিরিক্ত মূল্য থেকে রেহাই পাবেন।