Aadhar card update – বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে তাদের আধার কার্ড তাদের একটি সবথেকে গুরুত্বপূর্ণ নথি। মোবাইলের নতুন সিমের কানেকশন নেওয়া থেকে ব্যাংকের একাউন্ট খোলা সমস্ত কিছুতেই প্রয়োজন এই আধার কার্ড। এবার আধার কার্ড নিয়ে UIDAI-র পক্ষ থেকে এক নতুন ঘোষণা করা হলো। আঁধার সংখ্যা এবং আধার ভেরিফিকেশন নিয়ে এক গুরুত্বপূর্ণ নতুন নিয়ম জারি করেছে তারা।
বর্তমানে বহু জায়গায় আঁধারের ছবির সঙ্গে আপনার ফেস ভেরিফাই (Face Verification) করা হয়। তাই এবার থেকে ফেস ভেরিফাই কম্পালসারি করল আঁধার কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ফেস ভেরিফিকেশনের এর কাজ আধার কর্তৃপক্ষ তরফে শুরু হয়ে গিয়েছে। ফেস ভেরিফিকেশন (Aadhar card update) মে ২০২৩-এ ১.০৬ কোটি মানুষের জন্য সম্পন্ন হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কত দ্রুততার সঙ্গে এই কাজ করছে তারা। লাগাদার এভাবে ফেস ভেরিফিকেশন (Face Verification) এর কাজ চলতে থাকলে খুব শীঘ্রই তা কোটির ঘরে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন – ধামাকা অফার! মাত্র 242 টাকা রিচার্জেই পাবেন পুরো এক বছর ভ্যালিডিটি।
এক তথ্য অনুযায়ী ফেস ভেরিফিকেশনের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। আগের বছরগুলি তুলনায় এ বছরে শেষ ভেরিফিকেশনের পার্সেন্টেজ প্রায় ৩৮ শতাংশ বেড়ে গিয়েছে। এছাড়াও বর্তমানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাও একটি গুরুত্বপূর্ণ (Aadhar card update) কাজ যেটি সরকার বাধ্যতামূলক করে দিয়েছে। আপনি অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhar Pan link) করা আছে কিনা সেটি দেখে নিন যদি না লিংক করা থাকে এক্ষুনি লিংক করে নিন। নিচের দেওয়া পদ্ধতির মাধ্যমে আপনি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা তা চেক করে নিতে পারেন।
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhar card update) চেক করবেন জানুন।
- এই কাজটি করার জন্য সর্ব প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট incometax.gov.in/iec/foportal এ যেতে হবে।
- এরপর আপনি কুইক লিংক বলে একটি অপশন পাবে সেই অপশনে আপনি ক্লিক করুন।
- এরপর আপনার সামনে আরো অনেকগুলি অপশন আসবে সেই অপশনের মধ্যে Link Aadhaar Status অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে আরো একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে সেখানে আপনার ঠিকঠাক মতো প্যান কার্ডের নাম্বার এবং তারপরে ঠিকঠাক মতো আধার কার্ডের নাম্বার এনটার করুন।
- এবার তলায় View Link Aadhaar Status অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ দেখানো হবে, যদি লিংক করা থাকে তাহলে আপনার সামনে Your pan is linked with Adhar. এই মেসেজটি ভেসে আসবে। আর যদি লিংক করা না থাকে তবে, Your pan not linked with Adhar. এই মেসেজটি ভেসে আসবে।
আরও পড়ুন – PM Kisan -এর ১৪ তম কিস্তির টাকা পেতে, নতুন এই ৫ টি জিনিস করতে হবে !