Agniveer Vayu Recruitment: ভারতীয় এয়ারফোর্স অগ্নিবীরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সকলের স্বপ্ন থাকে বড় জায়গায় চাকরি করে বাবা মায়ের পাশে থাকার। আপনি কি উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি খুঁজছেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই নিচের তথ্যগুলো ভালো করে জেনেনিন।
Air force Agniveer Vayu Recruitment 2024
বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স সর্বোচ্চ 21 বছর। অর্থাৎ আবেদনকারী জন্ম 02 জানুয়ারী 2004 তারিখ এবং 02 জুলাই 2007 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা আবেদনযোগ্য।
বেতন : এই পদের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের চার বছর আলাদা আলাদা বেতন দেওয়া হবে। প্রথম বছর প্রার্থীরা 30000 টাকা, দ্বিতীয় বছর 33000 টাকা , তৃতীয় বছর 36500 টাকা এবং চতুর্থ বছর 40000 টাকা প্রতি মাসে বেতন হিসেবে পাবে।
আরও চাকরির খবর-ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ উচ্চমাধ্যমিক পাশে
শিক্ষাগত যোগ্যতা
আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা স্বীকৃত বোর্ড থেকে গণিত, পদার্থবিদ্যা এবং ইংরেজি সহ ন্যূনতম 50% এবং ইংরেজিতে 50% নম্বর সহ ইন্টারমিডিয়েট, উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা
ভোকেশনাল কোর্সে ইংরেজিতে 50% নম্বর নিয়ে (বা ইন্টারমিডিয়েট / ম্যাট্রিকে যদি ভোকেশনাল কোর্সে ইংরেজি একটি বিষয় না হয়)। বিজ্ঞান বিভাগ ছাড়া যেসব প্রার্থীরা আবেদন করবেন তাদের স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ডগুলি থেকে দুই বছরের ভোকেশনাল কোর্স এবং ভোকেশনাল কোর্সে ইংরেজিতে 50% নম্বর পেতে হবে।
আরও চাকরির খবর- BSNL দপ্তরে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে
আবেদন করার পদ্ধতি
প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
★ প্রার্থীদের আবেদনের জন্য https://agnipathvayu.cdac.in/avreg/candidate/showSignUp
এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার ও মোবাইল ও ইমেইল আইডিতে পাঠানো ওটিপি এবং সিকিউরিটি কোড দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
★ তারপর প্রার্থীকে https://agnipathvayu.cdac.in/avreg/candidate/login এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
★ লগইনের পর আবেদনপত্রটি প্রার্থীর যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি এবং প্রার্থীর বাম হাতের বুড়ো আঙ্গুলের বায়োমেট্রিক ছাপ ছবি এবং আবেদনকারীর সিগনেচার ও পিতা কিংবা মাতার সিগনেচার ইত্যাদি ভালোভাবে আপলোড করতে হবে।
★ সর্বশেষে নিচের আবেদনমূল্যের নিয়ম অনুযায়ী আবেদনমূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও চাকরির খবর- মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাসিক 19,900 টাকা বেতন মিলবে
আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া
আবেদন মূল্য : আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে 550 টাকা জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : এই পদে আবেদনকারীদের কম্পিউটার বেসিক অনলাইন পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা,মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফাইয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।
আবেদনের শেষ তারিখ : আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা 17/01/2024 তারিখ থেকে 06/02/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
আবেদনের শেষ তারিখ | ০৬-০২-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
আবেদন লিঙ্ক (Online Apply Link) | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | www.agnipathvayu.cdac.in |