Advertisement

BSNL Recruitment: BSNL দপ্তরে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে

BSNL Recruitment: BSNL দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির আশায় আছেন এবং এই দপ্তরে চাকরিতে ইচ্ছুক তারা অবশ্য প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়ুন। এই পদে আবেদনেরকারীদের মাসিক 1,00,000 টাকা বেতনের ভিত্তিক প্রার্থীকে নিযুক্ত করা হবে। এই পদে আবেদনের আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। ইচ্ছুক প্রার্থীরা সমস্ত তথ্য জেনে আবেদন করুন।

BSNL Recruitment 2024 notification

নিয়োগ প্রক্রিয়া : এই পদে প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে। এই পদে কাজের জন্য আবেদনকারীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
বয়সসীমা : এই পদে সর্বনিম্ন 45 বছর বয়স থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। অর্থাৎ 45 বছরের উপরে যেকোনো প্রার্থী এই পদে আবেদনযোগ্য।
বেতন : এই পদে কাজের জন্য আবেদনকারীরা প্রতি মাসে 75000 টাকা থেকে বেড়ে 100000 টাকা পর্যন্ত বেতন পাবে।
আবেদনের শেষ তারিখ : ডাইরেক্টর পদে‌‌ আবেদনকারীরা 09/02/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও চাকরির খবর-  UCO ব্যাংকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীকে নিচের যোগ্যতাগুলির উপযুক্ত হতে হবে।
১) আদনকারীকে স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান থেকে একাডেমিক রেকর্ড সহিত ইঞ্জিনিয়ারিং বিষয় পাস করতে হবে। ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে
এমবিএ বা পিজিডিএম কোর্স করতে হবে।
২) আবেদনকারীকে 5বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাসিক 19,900 টাকা বেতন মিলবে

আবেদন করার পদ্ধতি

১) এই পদে প্রার্থীদের অনলাইন ও অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে https://sancharaadhaar.bsnl.co.in/Wings/Login.do এই ওয়েবসাইটে গিয়ে নিজের রাজ্য সিলেক্ট করতে হবে, পিন নাম্বার, ইমেল আইডি ও মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২) রেজিস্ট্রেশনের পর লগইন করে যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে ফরম পূরণ হয়ে গেলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) সর্বশেষ আবেদনের প্রিন্ট কপি বার করতে হবে এবং সময় শেষের আগে পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড, পাবলিক এন্টারপ্রাইজেস ভবন, ব্লক নং 14, CGO কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লি-110003 এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

ঠিকানায়
Secretary,
Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

আরও চাকরির খবর- রাজ্যে অঙ্গনাওয়াড়িতে কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক

আবেদনের শেষ তারিখ০৯-০২-২০২৪
অফিসিয়াল নোটিশ (PDF Download)Click Here
আবেদন লিঙ্ক (Online Apply Link)Click Here
অফিশিয়াল ওয়েবসাইটwww.bsnl.co.in

Related Articles

Back to top button