আমার কর্মদিশা মাধ্যমে বাংলার ঘরে ঘরে চাকরি দেবে সরকার, কিভাবে আবেদন করবেন জানুন।

আমার কর্মদিশা কি এবং কিভাবে আবেদন করবেন।

চাকরির এক অভিনব পদ্ধতি চালু হয়েছে ” আমার কর্মদিশা “। যেখানে চাকরির জন্য আপনাকে আর ঘুরে বেড়াতে হবে না সরকারের পক্ষ থেকে চাকরির জন্য আপনাকে খুঁজে নিয়ে যাওয়া হবে। এবার ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। ঘরে ঘরে চাকরি দেওয়ার জন্য বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই রাজ্য সরকারের সাথে হাত মিলিয়েছে। এই সমস্ত সংস্থায় লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে চাকরির পরিস্থিতি খুবই খারাপ। গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গের চাকরির বাজার মন্দা। একটা চাকরির জন্য বেকার যুবক যুবতীরা হন্যে হয়ে ঘুরছেন। আপনিও কি পড়াশোনা শেষ করে দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন, তাহলে আপনার জন্য দারুন একটি সুখবর রয়েছে।

বেকার যুবক যুবতীদের সরাসরি বৃত্তিমূলক প্রশিক্ষণ এর দিয়ে সরকারি অথবা বেসরকারি কাজে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এ বিষয়ে কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন- প্রথম পর্যায়ের রাজ্যে 10000 কর্মসংস্থানের সুযোগ করে দেবে রাজ্য।

রাজ্য সরকার “আমার কর্মদিশা” নামে একটি অ্যাপ লঞ্চ করেছে।
আমার কর্মদিশা অ্যাপ কি?
আমার কর্মদিশা অ্যাপের একমাত্র লক্ষ্যই হল বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। চাকরি প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

চাকরিপ্রার্থীরা এখানে যে সব বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন:-

  • Agriculture
  • Automobile
  • Beauty and Wellness
  • Capital Goods
  • Council owned courses
  • Construction
  • Domestic worker
  • Electronics and Hardware
  • Food processing
  • Furniture and fittings
  • Gems and Jewellery
  • Green Jobs
  • Handcrafts and Carpets
  • Healthcare
  • Banking, Financial Services, and Insurance
  • Hydrocarbons
  • Apparel, made-ups, and home furnishing
  • Aerospace and Aviation

প্রয়োজনীয় যোগ্যতা:- এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের তেমন। কোন যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র 18 বছর বা তার বেশি বয়স হতে হবে।

ভোট দানে নয়া নিয়ম আনল ভারতের নির্বাচন কমিশন! এবার থেকে কত বছরেই ভোট দেওয়া যাবে দেখুন

আবেদন করবেন কিভাবে:-
১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে- https://www.pbssd.gov.in/
২)এরপর সেখানে আমার কর্ম দিশা লেখা থাকবে যেখানে ক্লিক করতে হবে।
৩)সেখানে চাকরিপ্রার্থীদের মোবাইল নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগইন করতে হবে।

৪) ওটিপি দেওয়ার পরে চাকরিপ্রার্থীদের সামনে একটি পেজ খুলে যাবে।
৫) এরপর চাকরিপ্রার্থীদের নিজের পছন্দমত পদটি সিলেক্ট করে আবেদন করতে হবে।
৬) এরপর প্রার্থীদের কাছে একটি চ্যাট অপশনে চাকরি প্রার্থীদের কিছু প্রশ্ন করা হবে।
৭) সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলে একটি নম্বর দেওয়া হবে।

৮) এরপর চাকরিপ্রার্থীদের সামনে একটা অপশন আসবে যেখানে হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে।
৯) এরপর কাউন্সেলিং এর জন্য যোগাযোগ অপশনে ক্লিক করলেই ফাইনাল সাবমিট হয়ে যাবে। সরকার প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় চাকরিপ্রার্থীদের ভাতার ব্যবস্থা করে দেবে।

আর প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরির ব্যবস্থা করে দেবে। রাজ্য সরকার সকল বেকার যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Sunita Mallick.

নভেম্বরে আরো ১ বার মিলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা।

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Leave a Comment

sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.