শুরু হল ICDS অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Recruitment) ও সহায়িকা নিয়োগ, আবেদন করুন আজই।
দীর্ঘ কয়েক বছর পর, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ও ব্লকে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Recruitment) ও সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকাল চাকরির বাজার খুবই খারাপ, এটা কারোরই অজানা নয়। তাই এই সুযোগ হাতছাড়া করতে না চায়লে আজই আবেদন করুন।
এর জন্য আপনাকে হতে হবে শুধু মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণী পাশ।আবেদন শুরু হয়েছে ১০/১২/২০২২ থেকে এবং চলবে ০৭/০১/২০২৩ অবধি।
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ (Anganwadi Recruitment)–
Online Pan Card Correction – আপনার Pan Card-এ ভুল রয়েছে? বাড়িতে বসেই সংশোধন করতে পারবেন।
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হল যথাক্রমে মাধ্যমিক (Metric) ও অষ্টম শ্রেণী পাশ। পাশাপাশি আবেদনপ্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর।তবে সংরক্ষিত শ্রেণি (Reserved Category) এ বিষয়ে বয়সের ছাড় পাবেন। তাছাড়া এই পদের জন্য মাসিক বেতন রয়েছে যথাক্রমে ৮২৫০ টাকা ও ৬৩০০ টাকা।
এখানে প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এতে পাশ করলে পরে ১০ নম্বরের ইন্টারভিউ (Interview) দিতে হয়। ইন্টারভিউতে পাশ করলে ডকুমেন্টস্ ভেরিফিকেশন (Documents Verification) মারফৎ প্রার্থীদের নিয়োগ (Anganwadi Recruitment) করা হয়।
Jio Reqruitment: সুখবর! জিও কোম্পানিতে অসংখ্য শূন্যপদে নিয়োগ চলছে
আবেদন প্রক্রিয়া –
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য আবেদনকারীদের সরাসরি https://murshidabad.gov.in/notice_category/recruitment/ -এই লিংকে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের কয়েকটি ডকুমেন্টস্ আগের থেকে প্রস্তুত রাখতে হবে। যেমন-
১. পাসপোর্ট সাইজের ফটোকপি।
২.অষ্টম শ্রেণী পাস কিংবা মাধ্যমিক পাশের শংসাপত্র (Certificate).
৩.স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র (Residential Proof).
৪.আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড।
৫. কাস্ট সার্টিফিকেট (Cast Certificate),যদি থাকে।
OFFICIAL NOTICE: https://murshidabad.gov.in/notice_category/recruitment/.
APPLY NOW: https://www.recruitmentmurshidabad.in/.
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.
সকালের বার্তার নিউজ সবার আগে পেতে Follow করুন সকালের বার্তার গুগল নিউজ, সকালের বার্তা ফেসবুক পেজ, সকালের বার্তা টেলিগ্রাম গ্রুপ ও WhatsApp Group.