নিউজ ডেস্কঃ সম্প্রতি ভোডাফোন আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) টেলিকম সংস্থা 26 নভেম্বর থেকে প্রিপেইড প্ল্যানগুলির দাম বাড়িয়ে দিয়েছে।এই টেলিকম কোম্পানিগুলির প্রিপেইড প্ল্যানের দাম আগের তুলনায় প্রায় 20 – 25% বেড়েছে।তবে টেলিকম সংস্থা BSNL-র প্রিপেইড প্ল্যানগুলির দাম কিন্তু একই রয়েছে।এতদিন বেশিরভাগ টেলিকমের প্ল্যানগুলিতে পুরো ডেটা ব্যবহারের সময়সীমা ছিল যে প্রিপেইড প্ল্যান রয়েছে তার ভ্যালিডিটির সমান। তবে এই প্রথম BSNL একটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে।এই প্ল্যানে পুরো ডেটা ব্যবহারের জন্য রয়েছে একটি নির্দিষ্ট ভ্যালিডিটি সহ আরও অনেক সুবিধা ।BSNL টেলিকম কোম্পানির মাত্র 107 টাকা প্রিপেইড প্ল্যানে কি কি রয়েছে জেনে নিন।
BSNL 107 টাকা প্রিপেড প্ল্যানে রয়েছেঃ-
* এই প্ল্যানের সঙ্গে 10GB ডেটা দিচ্ছে BSNL ।
* তবে 30 দিনের মধ্যে এই ডেটা ব্যবহার করতে হবে।
* এই প্ল্যানের গ্রাহকরা 24 ঘণ্টা বিনামূল্যে ভয়েস কলিং করতে পারবেন।
* বিনামূল্যে পাওয়া যাবে মোট 100টি SMS।
* এই প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি মিলবে।
* এছাড়াও এই প্ল্যানের গ্রাহকরা দীর্ঘদিন বিনামূল্যে ইনিকামিং কলের সুবিধা পাবেন।
এবার দেখে নেওয়া যাক এই একই দামে অন্যান্য কোম্পানিগুলি কী কী সুবিধা দিচ্ছেঃ-
১) এয়ারটেল (Airtel) 129 টাকার প্রিপেইড প্ল্যানঃ-
* এই প্ল্যানের গ্রাহকরা মোট 1GB ডেটা ব্যবহার করতে পারবেন।
* এই প্ল্যানের সঙ্গেও মিলবে আনলিমিটেড ভয়েস কল।
* বিনামূল্যে 300 টি SMS।
* এই 129 টাকা রিচার্জে 24 দিন ভ্যালিডিটি পাবেন Airtel গ্রাহকরা।
* এছাড়াও এই প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে Hello Tunes এবং AirtelXStream -র মতো অন্যান্য অফিসিয়াল এয়ারটেল অ্যাপের বেনিফিট উপভোগ করতে পারবেন।
২) Vodafone Idea 129 টাকা প্রিপেড প্ল্যানঃ-
* 129 টাকা প্রিপেড রিচার্জে 200MB ডেটা দিচ্ছে Vi ।
* সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং।
* এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 18 দিন।
৩) Reliance Jio-র 98 টাকার প্রিপেইড প্ল্যানঃ-
* এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন।
* এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন।
* অর্থাৎ পুরো ভ্যালিডিটিতে ইন্টারনেট পাওয়া যাবে মোট 21GB ।
* দৈনিক ডেটা ব্যবহারের
সীমা শেষ হলে স্পিড কমে 64 Kbps হয়ে যাবে।
* এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল ও
সব Jio অ্যাপস ব্যবহারের সুযোগ।