Gas under GST : চব্বিশের লোকসভা ভোটের পর্ব মিটিয়ে তৃতীয় বারের জন্য দিল্লির সিংহাসনে বসেছেন নরেন্দ্র মোদি। আর ক্ষমতায় আসার পর থেকেই নিজের প্রতিশ্রুতি পূরণের পথে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ অপেক্ষায় আছেন কেন্দ্রের তরফে জনকল্যাণকারী সিদ্ধান্ত আসবে। আর ঠিক এই আবহে চলতি জুলাই মাসের শুরুতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, চলতি মাসেই জিএসটি (GST) নিয়ে এক বড়সড় পদক্ষেপ নেবে কেন্দ্র।এই সিদ্ধান্ত গৃহীত হলে অবশ্যই বলতে হবে অনেক বেশি নিশ্চিন্ত হতে পারবেন সাধারণ মানুষ।
Gas under GST নিয়ে কেন্দ্রের বড় পদক্ষেপ!
প্রায় প্রত্যেক মাসেই রান্নার গ্যাসের দাম কমছে। তবে ঘরোয়া গ্যাসের দাম নয়, দাম কমেছে মূলত বাণিজ্যিক গ্যাসের। তবে এলপিজি সিলিন্ডারের দাম কমার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে এলপিজি স্টোভ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হলো কেন্দ্রের তরফে। রান্নার গ্যাস ছাড়াও এলপিজি স্টোভ এর ব্যবহার বিগত কয়েক বছরে বেড়েছে। তবে এলপিজি স্টোভের দাম কিন্তু মোটে কমেনি। মোটামুটি ১ হাজার টাকা খরচ করে তবে একটি নতুন এলপিজি স্টোভ বাড়িতে আনা যাবে। সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে অবশ্যই তা ভাবনার বিষয়। তাছাড়া, যদি এলপিজি স্টোভ খারাপ হয়ে যায় তাহলেও নতুন একটি কিনতে হয়। তাই এবার সাধারণ মানুষের সমস্যার দিকে নজর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
GST নিয়ে বড়সড় পদক্ষেপ!
চলতি বছর কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের তরফে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্ত হল জিএসটি কেন্দ্রীক। নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, LPG স্টোভের উপর থেকে GST কমানো হবে। কিন্তু কতটা কমবে জিএসটি? সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে নতুন সিদ্ধান্ত নিয়ে এলপিজি স্টোভের উপর ৩ শতাংশ GST কমানো হয়েছে। আগে ২১ শতাংশ জিএসটি দিতে হতো। নতুন সিদ্ধান্তের পর ৩ শতাংশ কমে বর্তমানে উনিশ শতাংশ জিএসটি দিতে হবে। যাই হোক, এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। এবার থেকে নতুন স্টোভ কিনতে হলে অপেক্ষাকৃত কম টাকা খরচ হবে।
প্রসঙ্গত, বর্তমানে ভারতের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গিয়েছে এলপিজি কানেকশন। এখন আর উনুনের ধোঁয়া সহ্য করে রান্নাবান্না করতে হয় না। এলপিজি গ্যাস সিলিন্ডার এবং এলপিজি স্টোভের চাহিদা ও ব্যবহার ভারতবর্ষে লাফিয়ে বাড়ছে। প্রত্যেক বাড়ি বাড়িতে সরকারি প্রকল্পের হাত ধরে পৌঁছে গিয়েছে গ্যাস সিলিন্ডার। তবে রান্নার গ্যাসের অত্যাধিক দাম মধ্যবিত্তদের চিন্তায় ফেলছে। আশা করা যায়, এই বিষয়ে আগামী দিনে কেন্দ্রের তরফে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।