Saturday, October 26, 2024
HomeটেকনোলজিTRAI : লাফিয়ে বেড়েছে মোবাইল রিচার্জের দাম!জিও, এয়ারটেলকে রুখতে পদক্ষেপ নিল কেন্দ্র?

TRAI : লাফিয়ে বেড়েছে মোবাইল রিচার্জের দাম!জিও, এয়ারটেলকে রুখতে পদক্ষেপ নিল কেন্দ্র?

TRAI : জুলাই মাসের শুরু থেকেই একলাফে অনেকটাই বেড়েছে মোবাইলের খরচ। যার ফলে নাভিঃশ্বাস দশা সাধারণ মানুষের। একই সঙ্গে প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল জিও (Jio) এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (VI)। মাসের শুরুতেই মোবাইল রিচার্জ লিস্ট দেখে চমকে গিয়েছেন আমজনতা। এখন উপায়? কেন্দ্রের পদক্ষেপের আশায় সবাই। ‌জিও, এয়ারটেল-সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলির এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কি বলছে টেলিকম দপ্তর (TRAI)?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোবাইল রিচার্জের দাম আকাশছোঁয়া!

হঠাৎ করে মোবাইল রিচার্জ খরচ এতটাই বেড়েছে যে, চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। দেশের নানান প্রান্তে দেখা দিচ্ছে প্রতিবাদ, বিক্ষোভ। একলাফে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে মোবাইলের খরচ। আর প্রতিযোগিতার ময়দানে কোনো সংস্থাই পিছিয়ে থাকতে রাজি নয়। অতএব পাল্লা দিয়ে বেড়েছে প্রত্যেকটি টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান। প্রথম থেকে চুপ থাকলেও সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুলেছে টেলিকম দপ্তর (TRAI)। ট্রাই স্পষ্ট জানায় টেলিকম সংস্থাগুলির সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করা হবে না।

টেলিকম সংস্থাগুলিকে TRAI-এর নির্দেশ!

টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ইতোমধ্যে টেলিকম সংস্থাগুলিকে পরিষেবার মান বাড়াতে নির্দেশ দিয়েছে। ট্রাই-এর তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, টেলিকম সংস্থাগুলির কাছে অবশ্যই রিচার্জের দাম বাড়ানোর স্বাধীনতা আছে। তবে তার বদলে সংস্থাগুলিকে গ্রাহকদের জন্য ভালো মানের পরিষেবা দিতে হবে। পাশাপাশি বাজারের প্রতিযোগিতার প্রসঙ্গ উঠে এসেছে। আর এও জানানো হয়েছে, পরিস্থিতি এতটাও জটিল নয় যে তার জন্য হস্তক্ষেপ প্রয়োজন।

দেশের দ্রুতগতির নেটওয়ার্ক চালুর লক্ষ্যে প্রতিটি নামকরা টেলিকম সংস্থা। 4G পেরিয়ে 5G এসেছে দেশে। 5G প্ল্যানের রিচার্জ তো বেড়েছেই, বাদ যায়নি অন্যান্য রিচার্জ প্ল্যানগুলিও। তবু সূত্রের খবর, প্রায় তিন বছর পর এই মূল্যবৃদ্ধি হয়েছে। আধিকারিকদের মতে, ভারতবর্ষে রিচার্জের দাম এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা।

Prabir Biswas
Prabir Biswashttp://sakalerbarta.com
আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments