বাড়ীর লাইট থেকে শুরু করে AC, ফ্যান মোবাইল, টিভি, সহ সকল যন্ত্রাংশ চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন।বিদ্যুতের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে Electric Bill. প্রবল গরমের দাবদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য পাখা, কুলার, এসি-র ছাড়া কি চলে। কিন্তু মাসের শেষে ইলেকট্রিক বিল দেখে অনেকের চক্ষু চরক গাছ হয়ে যায়। সারাদিন ফ্যান, AC চলার কারণেই ইলেকট্রিক বিল বেশি আসে। আগে শুধুমাত্র গ্রীষ্মকালে ইলেকট্রিক বিল বাড়লেও এখন সারা বছর ইলেকট্রিক বিলের জ্বালায় সাধারণ মানুষ নাজেহাল হন।
এই বিল মেটাতে গিয়েই আম জনতার পকেটে টান পড়ে। একদিকে ক্রমাগত হারে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি আর অন্যদিকে ইলেকট্রিসিটি বিল যেনো এক অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়ায় সকলের কাছে। তবে এই কারেন্ট বিল দেওয়ার চিন্তা থেকে দেশের নাগরিকদের উদ্ধার করতে Paytm এগিয়ে এসেছে। দেশের নাগরিকের কথা ভেবে Paytm তাদের Electricity Bill Payment এর ক্যাশব্যাক অফার নিয়ে হাজির হয়েছে।
আর তাছাড়া লাইনে দাঁড়িয়ে ইলেকট্রিক বিল জমা দেওয়ার দিন প্রায় শেষ। এখন বহু মানুষ অনলাইনেই বিদ্যুতের বিল পেমেন্ট করেন। ধীরে ধীরে অনলাইন পেমেন্টের প্রবণতা আরো বাড়ছে। তাই Paytm তার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। Paytm থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করলে 100 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। নিজেদের গ্রাহকের কথা মাথায় রেখেই পেটিএম- এর তরফে এই অফার দেওয়া হয়েছে।
পেটিএম-এর তরফে কার্যকরী এই অফারটি ‘বিজলি ডে’ অফার নামেই পরিচিত। প্রতিমাসের ১০-১৫ তারিখ এর মধ্যে Electric Bill জমা করলে তবেই এই Paytm Cashback অফারটি পাওয়া যাবে। তবে এক্ষেত্রে আরও জানা গিয়েছে যে গ্রাহকরা পেমেন্টের জন্য পেটিএম ওয়ালেট ছাড়াও নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও বিদ্যুৎ বিলের (Electric Bill) টাকা মিটিয়ে দিতে পারবেন।
তবে অনেক নাগরিকই এখনও পর্যন্ত জানেন না ঠিক কিভাবে এই অফারের সুবিধা নেওয়া সম্ভব। তাই আজ আমরা এই অফার নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। পেটিএম-এর এই নতুন অফারের মাধ্যমে আপনারা কিভাবে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ১০০ শতাংশ টাকাই ফেরত পেতে পারবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন-
Paytm-এর মাধ্যমে পেমেন্ট করবেন কীভাবে?
১)গ্রাহককে প্রথমেই পেটিএম অ্যাপে যেতে হবে।
২)এরপর Recharge and Bill Payments সেকশনের অধীনে থাকা Electricity Bill অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর গ্রাহককে তার রাজ্য এবং ইলেক্ট্রিসিটি বোর্ড নির্বাচন করে নিতে হবে।
৪) গ্রাহকের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলেই তার সামনে একটি নতুন পেজ আসবে, যাতে গ্রাহককে তার কনজিউমার আইডি, মোবাইল নম্বর সঠিকভাবে লিখে Proceed অপশনে ক্লিক করতে হবে।
৫) উপরোক্ত অপশনে ক্লিক করলে গ্রাহককে তার বিদ্যুৎ বিলের পরিমাণ দেখাবে।
৬)কত টাকা পেমেন্ট করতে চাইছেন সেটা লিখে প্রসিড করতে হবে।
৭) এর পরে otp -One Time Password দিয়ে দিতে হবে।
৮)পেমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হলেই আপনিও ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন।
পেটিএম-এর তরফে জানানো হয়েছে প্রতিমাসে অন্তত ৫০ জন গ্রাহক এই অফারের সুবিধা পাবেন। আপনিও যদি বিদ্যুৎ বিলের (Electric Bill) সম্পূর্ণ টাকা ফেরত পেতে চান তবে আপনিও পেটিএম-এর এই নতুন অফারের মাধ্যমে Electric Bill জমা দিয়ে দেখতে পারেন ক্যাশব্যাক পান কিনা। তাহলে আর দেরি না করে এক্ষুনি পেটিএম-এর এই ‘বিজলি ডে’-এর সুবিধা নিন।