এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)কর্মী পেনশনারদের জন্য দারুন সুখবর। গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইপিএফও-এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। যা অনেক জানেন না আবার অনেকে জানেন, যারা জানেন না একটু টাইম নিয়ে প্রতিবেদনটি পড়ুন। EPFO এই নির্দেশিকায় জানানো হয়েছে যে সব কর্মচারীরা EPS স্কিমের অধীনে আরও পেনশন পাওয়ার অধিকারী হওয়া সত্ত্বেও এখনও আবেদন করেননি, তাঁরাও এখন আরও পেনশনের জন্য আবেদন করতে পারবেন।
এর আগে EPFO সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৯ ডিসেম্বর একটি সার্কুলার জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল কোন কর্মচারীরা কত পেনশন পাবেন। এই পেনশন পাওয়ার জন্য আবেদনকারীরা কীভাবে অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কে সমস্ত তথ্য জানানো হয়েছিল। ফের EPFO এর তরফে নতুন নির্দেশিকা জারি করে জানানো হল কোন কোন কর্মচারীরা আরও বেশি পেনশন পাবেন।
বর্তমানে EPFO-এর অধীনে উচ্চতর পেনশনের জন্য আবেদন করার সময়সীমা হল ৩ মার্চ, ২০২৩ যা সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ঠিক করা হয়েছে। এমপ্লয়িস পেনশন স্কিম (ইপিএস)-এর সঙ্গে যুক্ত কর্মীরাই শুধুমাত্র এই আবেদনটি করতে পারবেন। যে সকল কর্মীরা EPS স্কিমের অধীনে পেনশন পাওয়ার অধিকারী কিন্তু এখনও আবেদন করেন নি তারাও এখনও এই পেনশনের জন্য আবেদন করতে পারবেন।
EPFO কী বলেছে?
EPFO জানিয়েছে গত ২২ অগাস্ট, ২০১৪ এর ইপিএস সংশোধন পেনশনযোগ্য বেতন সীমা প্রতি মাসে ৬৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করেছে। এছাড়াও কর্মচারী ও তাদের নিয়োগকর্তাদের প্রকৃত বেতনের ৮.৩৩ শতাংশ EPS-এ অবদান রাখার অনুমতি দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট আঞ্চলিক ভবিষ্যৎ তহবিল অফিসের অফিসার ইনচার্জ উচ্চ বেতনে যৌথ বিকল্পের প্রতিটি ক্ষেত্রেই আবেদনকারীর যোগ্যতা যাচাই করবেন।
কোন কর্মীরা এই বেশি পেনশনের সুবিধা পাবেন?
EPFO-এর বিজ্ঞপ্তি অনুসারে যে কর্মচারীরা চাকরির সময় কর্মচারী ভবিষ্যৎ তহবিল (EPF) স্কিমের অধীনে উচ্চতর বেতনের অবদান রেখেছেন এবং অবসর গ্রহণের আগে উচ্চ পেনশন বিকল্প বেছে নিয়েছিলেন কেবলমাত্র তাঁদের এই সুবিধা দেওয়া হবে। ১ সেপ্টেম্বর ২০১৪-এর আগে অবসর নেওয়া কর্মচারীরা এই বেশি পেনশনের সদস্য পদ থেকে বাদ পড়েছেন।
আর ২২শে আগস্ট ২০১৪ সালের সংশোধনী অনুসারে সেই সব কর্মচারীরাই এই সুবিধা পাবেন। EPFO তরফে স্পষ্ট করে দিয়েছে যে বেশি পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তারাই এই বেশি পেনশন পাবেন। আবেদনকারীকে ই- মেইল/পোস্টের মাধ্যমে ও পরে এসএমএসের মাধ্যমে তা জানানো হবে।