UIDAI Aadhaar – ফের কেন্দ্রীয় সরকারের তরফে আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। একের পর এক বিভিন্ন ধরনের কার্ড নিয়ে কেন্দ্রের নির্দেশিকা জারি চলছে। এবার আধার কার্ড নিয়ে নয়া আপডেট (Aadhaar Update New Rules) দিয়েছে কেন্দ্র। যাতে বলা হয়েছে, যারা এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি, তারা যত শীঘ্রই সম্ভব আধার কার্ড আপডেট করে নিন। কি ভাবে করবেন? ও কাদের কে করতে হবে বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে।
UIDAI-এর পক্ষ থেকে যে সমস্ত আধার কার্ড ১০ বছর সময়সীমা পেরিয়ে গেছে, তাদের আরো একবার তথ্য দিয়ে আপডেট করতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়। পাশাপাশি, আধার কার্ড যাদের রয়েছে, তাদের প্রত্যেককেই আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়। ফলে দেশবাসীকে আবার আধার কার্ড আপডেট (UIDAI Aadhaar Update) করতেই হবে। সেক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস পুনরায় আধার আপডেটের সময় জমা দিতে হবে।
UIDAI Aadhaar Update New Rules.
আধার কার্ড আপডেট করার জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল 14 সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। কিন্তু লক্ষ্য করা গেছে, এই সময়ের মধ্যে অনেকেই আধার কার্ড আপডেট করতে পারলেও বহু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত আধার আপডেট করতে পারেননি। তাই তাদের কথা ভেবেই সেই সময়সীমা UIDAI আরও ৩ মাস বৃদ্ধি করেছে। ফলে ১৪ ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দেশবাসী আধার আপডেট (UIDAI Aadhaar Update) করতে পারবেন।
UIDAI-এর তরফে অফিশিয়াল বিবৃতি জারি করে জানানো হয়েছে, দেশের জনসংখ্যার সঠিক তথ্য পাওয়ার জন্যই আধার আপডেট করতে বলা হচ্ছে। ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত আধার আপডেটের সময়সীমা ধার্য করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত বহু দেশবাসী, বিশেষ করে প্রবাসী ভারতীয়রা তাদের আধার কার্ড আপডেট (UIDAI Aadhaar Update) করতে পারেননি। তাই সেই দিকে লক্ষ্য রেখে সময়সীমা বাড়িয়ে ১৪ ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত করা হয়েছে।
আরও পড়ুন – Education Policy – নয়া নির্দেশ শিক্ষক-শিক্ষিকাদের, চাকরি করতে হলে মানতেই হবে এই নিয়ম।
কিভাবে আধার কার্ড আপডেট করবেন?
এই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট করতে হবে। বিনামূল্যে My Aadhaar Portal-এ নথি আপলোড করে আপডেট করা যাবে। পরিচয় পত্রের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ আপলোড করতে হবে।
কিভাবে আধার কার্ড আপডেট করবেন, একবার দেখে নেওয়া যাক।
- ১) প্রথমেই https://myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে লগইন করার পর নাম/ জন্মতারিখ/ লিঙ্গ থেকে আপডেটের অপশন সিলেক্ট করতে হবে।
- ২) Update Aadhaar Online অপশন সিলেক্ট করে Address অপশনে গিয়ে Processed for Aadhaar Update- এ ক্লিক করতে হবে।
- ৩) তারপর সমস্ত ডকুমেন্ট Upload করতে হবে।
- ৪) এরপর Service Request Number আসবে। সেটিকে লিখে রাখতে হবে। পরবর্তীকালে ট্রাকিং এর জন্য প্রয়োজন হবে।
- ৫) আধার আপডেটের জন্য রিকোয়েস্ট করলে মোবাইল নম্বরে একটি SMS আসবে।