Haldia Job- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যাঁরা এতদিন নতুন নিয়োগের অপেক্ষায় ছিলেন, তাঁদের সবার জন্য খুশির খবর। কারণ সম্প্রতি রাজ্যে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (Haldia Job Vacancy Notification) জারি হয়েছে। ন্যুনতম যোগ্যতায় আবেদন জানানো যাবে ও কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ। এই নিয়োগ কর্মসূচি শুরু হয়েছে হলদিয়ায়। সেখানে রয়েছে বিভিন্ন পদে কাজের সুযোগ। যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা আবেদন যোগ্যতা মিলিয়ে নিন ও কোন পদের জন্য কিভাবে আবেদন জানাবেন, পড়ে নিন একনজরে।
Haldia Job Vacancy 2024 Full Details
হলদিয়ার এক জনপ্রিয় শিল্প সংস্থা ‘গোকুল এগ্রো রিসোর্স লিমিটেড’। সম্প্রতি এই সংস্থার একাধিক শূন্যপদে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোন কোন পদে নিয়োগ, সেই পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কী, আবেদন জানানোর পদ্ধতি-ই বা কি! বিস্তারিত জানতে পড়ে নিন আজকের এই প্রতিবেদন।
(A) পদের নাম Helper
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা সংস্থার হেল্পার (Helper) পদে চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। Haldia Job বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সংস্থার হেল্পার পদের জন্য মোট ৮ টি শূন্যপদ রয়েছে। i) প্রার্থীরা যাঁরা আবেদন জানাতে চান তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাশ।
ii) তবে এই ফিল্ডে কাজের জন্য ছয় বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
iii) এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
iv) এখানে যাঁরা চাকরি পাবেন, তাঁদের নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে।
(B) পদের নাম RIGGER
Haldia Job Vacancy 2024-এর যে সমস্ত আগ্রহী প্রার্থীরা সংস্থার ‘RIGGER’ পদে চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সংস্থার রিগার পদের জন্য মোট ৮ টি শূন্যপদ রয়েছে।
i) প্রার্থীরা যাঁরা আবেদন জানাতে চান তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাশ।
ii) তবে এই ফিল্ডে কাজের জন্য ছয় বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
iii) এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
iv) এখানে যাঁরা চাকরি পাবেন, তাঁদের নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে।
(C) পদের নাম GAS CUTTER
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা সংস্থার ‘ GAS CUTTER’ পদে চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা Haldia Job-এর নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সংস্থার গ্যাস কাটার পদের জন্য মোট ২ টি শূন্যপদ রয়েছে।
i) প্রার্থীরা যাঁরা আবেদন জানাতে চান তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাশ।
ii) তবে এই ফিল্ডে কাজের জন্য ৭ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
iii) এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
iv) এখানে যাঁরা চাকরি পাবেন, তাঁদের নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে।
(D) পদের নাম GRINDER
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা সংস্থার ‘GRINDER’ পদে চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা এই Haldia Job সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সংস্থার গ্রাইন্ডার পদের জন্য মোট ৪ টি শূন্যপদ রয়েছে।
i) প্রার্থীরা যাঁরা আবেদন জানাতে চান তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাশ।
ii) তবে এই ফিল্ডে কাজের জন্য ৭ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
iii) এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
iv) এখানে যাঁরা চাকরি পাবেন, তাঁদের নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে।
(E) পদের নাম ARGON WELDER (আর্গন ওয়েলডার)
যে সকল প্রার্থীরা সংস্থার ‘ARGON WELDER’ পদে চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা নিয়োগ (Haldia Job Vacancy) সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সংস্থার আর্গন ওয়েলডার পদের জন্য মোট চারটি শূন্যপদ রয়েছে।
i) আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।
ii) তবে এই ফিল্ডে কাজের সাত বছরের অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার পাবেন।
iii) এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
iv) এখানে যাঁরা চাকরি পাবেন, তাঁদের নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে।
(F) পদের নাম: PIPE FITTER (পাইপ ফিটার)
Haldia Job 2024-এর জন্য যে সকল প্রার্থীরা সংস্থার ‘পাইপ ফিটার’ পদের চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। Haldia Job Notification বা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সংস্থার পাইপ ফিটার পদের জন্য মোট চারটি শূন্যপদ রয়েছে।
i) আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।
ii) তবে এই ফিল্ডে কাজের ছয় বছরের অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার পাবেন।
iii) এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
iv) এখানে যাঁরা চাকরি পাবেন, তাঁদের নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে।
(G) পদের নাম SUPERVISOR (সুপারভাইজার)
যে সকল প্রার্থীরা সংস্থার সুপারভাইজার পদের চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন, বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সংস্থার সুপারভাইজার পদের জন্য মোট চারটি শূন্যপদ রয়েছে।
i) আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাশ।
ii) তবে এই ফিল্ডে কাজের ছয় বছরের অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার পাবেন।
iii) এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
iv) এখানে যাঁরা চাকরি পাবেন, তাঁদের নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে।
(H) পদের নাম HYDRA OPERATOR (হাইড্রা অপারেটর)
যে সকল প্রার্থীরা সংস্থার হাইড্রা অপারেটর পদে চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। Haldia Job vacancy Notification-এ বলা হয়েছে, সংস্থার হাইড্রা অপারেটর পদের জন্য মোট দুটি শূন্যপদ রয়েছে।
i) আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাশ।
ii) তবে এই ফিল্ডে কাজের ছয় বছরের অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার পাবেন।
iii) এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
iv) এখানে যাঁরা চাকরি পাবেন, তাঁদের নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে।
Haldia Job Vacancy 2024-এর আবেদন প্রক্রিয়া
Haldia Job আগ্রহীরা উক্ত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রোফাইল আপডেট করুন ও অনলাইনে আবেদন জানানোর লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি ফিল আপ করে নিন। আবেদনপত্র ফিল আপ হলে তার সঙ্গে যুক্ত করুন প্রয়োজনীয় ডকুমেন্টগুলি। এরপর সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন জমা করুন। আবেদন জানানো যাবে অফলাইনে ও অনলাইনে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।
Official Website – Click