Jio Recharge Plan – টেলিকম কোম্পানিগুলি ২০২১ সালে তাদের রিচার্জ ট্যারিফ বৃদ্ধি করেছিল। Reliance Jio, Airtel, এবং Vi তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫% পর্যন্ত বাড়িয়ে আমজনতার পকেটে বেশ খানিকটা চাপ ফেলেছে। রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Plan) দাম বাড়ালেও বর্তমান যুগে মোবাইল রিচার্জ করা ছাড়া দিন গুজরানো কার্যত অসম্ভব বললেই চলে।
একদিকে দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি বেড়েই চলছে। এর সাথে তাল মিলিয়ে ক্রমাগত হারে বেড়ে চলেছে মোবাইলের রিচার্জ প্যাক-এর দামও। এরফলে সাধারণ মানুষকে ঘরে বাইরে সমস্ত দিক সামলে উঠতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে। তাই এবার সাধারণ মানুষ এই নাজেহাল অবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চলেছে। এবার থেকে রিচার্জ করতে গিয়ে আর হিমশিম খেতে হবে না সাধারণ মানুষকে।
সাধারণ মানুষকে স্বস্তির নিশ্বাস দিতে একটি প্রিপেইড প্ল্যান বাজারে নিয়ে এসেছে রিলায়েন্স জিও। এটি মধ্যবিত্ত গ্রাহকদের জন্য আদর্শ একটি রিচার্জ প্ল্যান। জিওর এই প্ল্যানে (Jio Recharge Plan) যত খুশি ভয়েস কলের পাশাপাশি 24 জিবি ইন্টারনেট মিলবে। এমনকই জিওর এই প্ল্যান (Jio Recharge Plan) একবার রিচার্জ করলে গ্রাহকরা সারা বছরের জন্য টেনশন ফ্রি থাকবেন। তবে কোম্পানির তরফে এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান শুধুমাত্র জিও ফোন (Jio Phone) গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন – Madhyamik Result – খুলে দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এর ওয়েবসাইট, এখুনি নম্বর দেখুন।
দেশজুড়ে জিও ফোন গ্রাহকের সংখ্যা দিন দিন ক্রমশ বাড়ছে। জিও গ্রাহকদের কথা মাথায় রেখেই মুকেশ আম্বানির সংস্থা সস্তায় এই রিচার্জ প্ল্যানটি (Jio Recharge Plan) বাজারে এনেছে। এই রিচার্জে কী কী সুবিধা মিলবে, কত দিনের ভ্যালিডিটি মিলবে সমস্ত তথ্য জেনে নিন-
জিওর সস্তা রিচার্জ প্ল্যানে (Jio Recharge Plan ) কি কি সুবিধা পাওয়া যাবে
১) জিওর এই রিচার্জ প্ল্যানের (Jio Recharge Plan) দাম রাখা হয়েছে 895 টাকা। যা মাসের হিসাবে ধরলে খরচ পড়ছে মাত্র 81 টাকা।
২) এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি থাকবে 336 দিন বা 11 মাস।
৩) এই প্ল্যানে মোট 24 জিবি ডেটা মিলবে। অর্থাৎ প্রতি 28 দিনের জন্য 2 জিবি ডেটা।
৪) আনলিমিটেড কলিং ও ডেটার সঙ্গে প্রতি 28 দিনে 50টি করে এসএমএস এর সুবিধা রয়েছে।
অর্থাৎ জিওর এই প্রিপেইড প্ল্যানে বাজেট ইন্টারনেটের সঙ্গে অফুরন্ত কলিংয়ের সুবিধা মিলবে। প্রায় 1 বছর আর রিচার্জ করতে হবে না। একবার রিচার্জ করলে পুরো 336 ব্যবহার করতে পারবেন। বহু মানুষ আছেন যাদের কাছে মোবাইল খরচ সামলানো প্রায় সাধ্যের বাইরে। তাদের জন্য জিওর এই রিচার্জ প্ল্যানটি (Jio Recharge Plan) যথেষ্ট কার্যকরী।
আরও পড়ুন – Jio Plan – Jio-র! মাত্র 53 টাকা বেশি খরচে 3 মাস রোজ 2GB করে ডেটা পাওয়া যাবে