Madhyamik Result 2023 – মাধ্যমিক পরিক্ষা শুরু হতে না হতেই চলতি বছরে মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। 23 ফেব্রুয়ারি আজ থেকে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরিক্ষা যাতে সুষ্ঠভাবে পরিচালনা হয় তার জন্য জোরকদমে প্রস্তুতিও নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনকি ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বাড়তি মেট্রোও চলাচল করবে।
কয়েক লাখ পরীক্ষার্থী এবার মাধ্যমিকে বসছেন। এবার মাধ্যমিকে মোট 6 লাখ 98 হাজার 928 জন পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে 2 লাখ 90 হাজার 172 জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা 3 লক্ষ 56 হাজার 21 জন রয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় গতবারের তুলনায় প্রায় চার লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।রাজ্যে সমস্ত জেলা নিয়ন্ত্রণ মোট 2837 টি পরীক্ষাকেন্দ্রে এবারের মাধ্যমিক পরিক্ষা হবে।
পরিক্ষা কেন্দ্রে নজরদারির দায়িত্বের জন্য 40 হাজার 500 পরীক্ষক নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি পরীক্ষা চালানোর জন্য 35 হাজার ইনডিজিলিটর নিয়োগ করা হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরা যে কোনও প্রয়োজনে কন্ট্রোলরুম নম্বরে ফোন করতে পারেন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যেখান দিয়ে ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘরে এবং যে ঘরে প্রশ্ন পত্র রাখা থাকবে এই তিনটি ঘরে সিসিটিভি বসাতেই হবে।
এমনকি অ্যাপের মাধ্যমেও এবার বিশেষভাবে নজরদারি করবে মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের তরফে নিরাপত্তা বিষয়ক একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবার বিশেষভাবে সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। আজ থেকে আগামী 4 মার্চ পর্যন্ত এবারের মাধ্যমিক পরীক্ষা চলবে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠকে জানান এ বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এর পাশাপাশি পর্ষদ সভাপতি এও জানিয়ে দেন চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2023) কবে প্রকাশিত হবে। 2023 সালের মাধ্যমিকের ফল বেরোতে পারে মে মাসের শেষের দিকে। যদিও সরকারিভাবে এবিষয়ে এখনও রেজাল্টের তারিখের বিষয়ে মধ্যশিক্ষা দফতরের তরফে কিছু জানা যায়নি।