DELED Notification – ডি এল এড নিয়ে নতুন ৩০ হাজার শিক্ষকদের বড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট।

DELED Notification – শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টের বহুদিন ধরে চলছে। এবার এই মামলায় কলকাতা হাইকোর্ট দিল এক নতুন নির্দেশ, ডি এল এড এ ভর্তিতে স্থগিতাদেশ জারি করল তারা। জুন মাসের ৬ তারিখ কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। ডি এল এড এ কোর্সটি মূলত দুবছরের হলেও এই কোর্সটি শেষ করার জন্য ছাত্রছাত্রীদের তিন বছর সময় দেওয়া হয়। প্রাথমিক টেট পরীক্ষায় (DELED Notification) বসার জন্য এই কোর্স করা অত্যন্ত আবশ্যিক এই কোর্স ছাড়া এই পরীক্ষায় বসা যায় না।

Advertisements

পশ্চিমবঙ্গে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 600 টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই কোর্স টি করানোর জন্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত বন্ধ রাখা হলো ডি এল এড এ কোর্সে (DELED Notification) ভর্তির প্রক্রিয়া। অসুবিধার মুখে প্রায় ৩০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী। বৃহস্পতিবার কোলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং সুপ্রিতাম ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দেন যে জুন মাসের ৯ তারিখ পর্যন্ত ডি এল এড (DELED Notification) এ কোর্সে কোনোভাবেই ভর্তি হওয়া যাবে না এই সময় পর্যন্ত কোন পড়ুয়া ডি এল এড (DELED Notification) এ কলেজে ভর্তি হতে পারবেন না।

আরও পড়ুন – ICDS Question Paper 2023 – ডাউনলোড করে নিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্রশ্নপত্র ২০২৩.

জনস্বার্থ মামলার আইনজীবী বলেন,”কমপক্ষে ৩০ হাজার পড়ুয়া এবং ৬০০ কলেজ, ২০২১ সাল থেকে ২০২৩ সাল অব্দি বেরিয়েছে, ভর্তির বিজ্ঞাপন। প্রতিবছর ভর্তি হতে লেগেছে প্রায় তিন হাজার টাকা করে। কিন্তু আগের দুটো বছর কোনরকম কোন ক্লাসই হলো না! তাহলে কিসের প্রয়োজন এত সংক্ষিপ্ত সময়ে এত ভর্তির?

Advertisements

এর আগেও অভিযোগ উঠেছে যে বেশ কিছু বেসরকারি কলেজ ক্লাস শুরু হওয়ার ৪/৫ মাস আগে তাদের কলেজে অফলাইন ভর্তি প্রক্রিয়া চালিয়েছে। এরপর পর্ষদের তরফে জানানো (DELED Notification) হয়েছিল যারা অফলাইনের মাধ্যমে ভর্তি হয়েছেন তাদেরকে নাম রেজিস্ট্রেশন এর জন্য তিন হাজার টাকা করে দিতে হবে। তখন এই মামলা পৌঁছায় হাইকোর্টে। এই মামলায় বেশ কিছু শর্তসাপেক্ষে পড়ুয়াদের নাম নথিভুক্ত করার অনুমতি দেয় আদালত।

বেশ কয়েকমাস ধরে সামনে আসছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের নিয়োগ এ প্রচুর দুর্নীতি করেছে। কলকাতা হাইকোর্টে মামলা ওঠার পর থেকেই তাদের একে একে দুর্নীতি বেরিয়ে আসছে। এবারের দেখার বিষয় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আর কতদিন চলে এবং মামলা চলাকালীন আরো কি কি দুর্নীতি সামনে আসে লাস্ট অব্দি কলকাতা হাই কোর্ট এই মামলায় কি রায় প্রদান করে এই বিষয়গুলি দেখার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন – Primary TET certificate – ২০১৭ টেট পরীক্ষা উত্তীর্ণকারীদের এক নতুন সুখবর দিল পর্ষদ !

Advertisements
Join Join