এবার বাড়ি বসেই আপনি আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ছবি আপডেট করতে পারবেন।জানুন সেই সহজ উপায়

Advertisement

নিউজ ডেস্কঃ আজকের দিনে আমাদের জীবনে সবচেয গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে আধার কার্ড। এটি ছাড়া কোনও সরকারি বা বেসরকারি কাজ এখন অসম্পূর্ণ। আর এই আধার কার্ডে কোনো ভুল থাকলে এজন্য আগ্রহীকে আধার পরিষেবা কেন্দ্রের দ্বারস্থ হতে হয়। তবে এবার বাড়ি বসেই স্মার্টফোন ব্যবহার করেই আপনি আধারের একাধিক তথ্য আপডেট করতে পারবেন।অর্থাৎ এজন্য আগ্রহীকে আধার পরিষেবা কেন্দ্রের দ্বারস্থ হতে হয় না। ঘরে বসেই একজন তার আধার কার্ডের একাধিক তথ্য সংশোধন বা আপডেটের সুযোগ পান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে স্মার্টফোনের মাধ্যমে আধার কার্ডের তথ্য সংশোধনের সময় আবেদনকারীর কাছে তার আধার আইডির সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের উপস্থিতি জরুরি।কারণ আধার কার্ড সম্পর্কিত যে কাজই করবেন, প্রথম মেসেজ আসবে আপনার মোবাইল নম্বরে। এর পাশাপাশি এই সংক্রান্ত যে কোনও কাজে OTP আসবে আপনারই নম্বরে। সেই OTP যাচাই করেই কোনও কাজ সম্পূর্ণ করতে পারবেন।তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সহজ পদ্ধতি সম্পর্কে।

Advertisement

# ঘরে বসে আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি আপডেট করার সহজ উপায়ঃ-

Advertisement

* সবার আগে অফিসিয়াল আধার পোর্টাল ask.uidai.gov.in যেতে হবে।

* এরপর আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে লগ ইন করুন। সব ডিটেলস দেওয়ার পর, SEND OTP অপশনে ক্লিক করুন।

* এবার ডানদিকে বাক্সে OTP ভরুন এবং সাবমিট OTP অপশনে ক্লিক করুন।

* এবার আবেদনকারীর সামনে ‘Online Aadhaar Services’ নামাঙ্কিত একটি ড্রপডাউন মেনু ভেসে উঠবে।এখানে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল আইডি সহ আরো কয়েকটি বিকল্প দেখা যাবে। এখান থেকে পরিবর্তনযোগ্য এক বা একাধিক বিকল্প বেছে নেওয়া যাবে।

* এখন এখানে বাধ্যতামূলক বিকল্পগুলি পূরণ করুন এবং ‘what do you want to update’ বিভাগে মোবাইল নম্বর সিলেক্ট করুন।

* এবার আবেদনকারী/আপনি একটি নতুন পেজ দেখতে পাবেন। সেখানে সঠিক ক্যাপচা কোড প্রদান করলে মোবাইল নম্বরে পুনরায় একটি ওটিপি কোড পাঠানো হবে।মোবাইলে আসা OTP-টি কে এন্টার করুন এবং প্রসেসে ক্লিক করুন।

* সঠিকভাবে সেটি প্রদানের পর ‘Save & Proceed’ অপশনে ক্লিক করুন।

আধার কার্ডে ছবি আপডেট করার জন্য নীচের পদ্ধতি অনুসরণ করতে হবেঃ-

* সবার আগে UIDAI-র অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে।

* এবার মেনুতে Aadhaar Enrollment Form র অপশন থেকে ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

* এরপর এই ফর্মে থাকা সমস্ত ডিটেলস ফিল আপ করে, কাছের আধার সেন্টারে গিয়ে জমা দিতে হবে।

* সেখানেই পরিষেবা কেন্দ্রের কর্মচারী বায়োমেট্রিক যাচাইয়ের পর আপনার নতুন ছবি তুলে নেবেন।

* আধার কার্ডের ফটো চেঞ্জ করতে খরচ পড়বে ২৫ টাকার মতো।

* এরপর আপনাকে আধার কেন্দ্রের তরফ থেকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। যেখানে আপনার আধার কার্ডের ফটো চেঞ্জের রিক্যুয়েস্ট নাম্বার লেখা থাকবে।

Advertisement