Jio, Airtel, Vi এবং সরকারি টেলিকম BSNL গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একে অপরকে টেক্কা দিতে মাঝে মধ্যেই বিভিন্ন ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান (jio recharge plan) অফার করে। তবে কম খরচে বেশি সুবিধা দিয়ে টেলিকম সেক্টরে রিলায়েন্স জিও সাফল্যের শীর্ষে রয়েছে। Reliance Jio মানেই অন্যতম জনপ্রিয় সংস্থা যেখানে মেলে বাহারি অফার। এই টেলিকম সংস্থা গ্রাহকদের নানা ধরনের রিচার্জ প্যাক অফার করে থাকে।
ছোট প্ল্যান থেকে বড় বার্ষিক প্ল্যান কোম্পানি তার গ্রাহকদের জন্য বেশ কিছু রিচার্জ প্ল্যান অফার করে।জিও 23 দিন থেকে শুরু করে 28 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস এবং বছরের নানা ধরনের প্ল্যান অফার করে থাকে। শুধু তাই নয়, সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে প্রায়ই একের পর এক দুর্দান্ত রিচার্জ নিয়ে আসে এই সংস্থা।
অধিকাংশ গ্রাহক আজকাল এমন রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন, যার বৈধতা অনেক বেশি। প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা থেকে বাঁচতে অনেকেই এখন বার্ষিক রিচার্জ প্ল্যান বেছে নেন। রিলায়েন্স জিও তাঁর গ্রাহকদের জন্য এমনই একটি প্ল্যান অফার করেছে, এই প্যানের বৈধতা এক বছর অর্থাৎ 365 দিন।
ডেটা থেকে শুরু করে আনলিমিটেড কলিং-সহ SMS এসব কিছুই এক বছরের ভ্যালিডিটির প্ল্যানগুলিতে একটু বেশি পরিমাণেই পাওয়া যায়। তার থেকেও বড় কথা হল 365 দিন ভ্যালিডিটি প্ল্যানের খরচ দেখতে গেলে সেগুলি 1 মাস বা 28 দিনের তুলনায় কম হয়। শুধু তাই নয় Reliance Jio-র এই প্ল্যানটি রিচার্জ (jio recharge plan) করলে আপনি একমাসের ফ্রি রিচার্জের OFFER পেয়ে যাবেন।এই প্ল্যানটি হল Jio Annual Plan-এর একটি, যা রিচার্জ করতে গ্রাহকদের 2879 টাকা খরচ করতে হয়।
Jio-র 2,879 টাকার প্ল্যানের বৈশিষ্ট্য?
১) Jio-র 2,879 টাকার প্ল্যানের বৈধতা 365 দিন অর্থাৎ পুরো এক বছর। এই রিচার্জ প্ল্যানে একাধিক সুবিধা মিলবে।
২) প্রতিদিন 2 GB ডেটা সহ আনলিমিটেড কলিং এবং দৈনিক 100 টি SMS-এর সুবিধা রয়েছে।
৩) শুধু তাই নয়, এর পাশাপাশি গ্রাহকেরা এই প্ল্যানের মাধ্যমে Jio TV, Jio Cinema, Jio Security Jio Cloud-এর সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।
তবে Reliance Jio-র 719 টাকার প্ল্যানেও এই সব সুবিধাই পাওয়া যায়। কিন্তু 719 টাকার প্ল্যানের বৈধতা মাত্র 84 দিন। আপনি যদি 719 টাকার Jio প্ল্যানটি বছরে চার বার রিচার্জ করেন, তাহলে আপনার 2876 টাকা খরচ হবে। সেই সঙ্গে আপনি 336 (84X4) দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। কিন্তু সেই জায়গায় আপনি যদি 2,879 টাকার Jio Plan রিচার্জ করেন, তাহলে আপনি এক্কেবারে এক বছর অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। অর্থাৎ আরও 29 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন।
এক মাসের ফ্রি রিচার্জ (Free Jio Recharge Planপাবেন কীভাবে?
Jio-র 719 টাকার প্ল্যান নিশ্চয়ই অনেকেই রিচার্জ করেন। সেই সব গ্রাহককে জিওর এই প্ল্যানের জন্য সারা বছরে অন্তত চার বার রিচার্জ করতে হয়। চারবার রিচার্জে মোট খরচ হবে 2,876 টাকা। কিন্তু চারবার রিচার্জ করেও তাঁরা 1 বছর প্ল্যানটি ব্যবহার করতে পারেন না। কারণ চারবার রিচার্জ করার পর 719 টাকার Jio প্ল্যানটিতে 336 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
কিন্তু সেই জায়গায় মাত্র 3 টাকা বেশি খরচ করে 2,879 টাকার বার্ষিক প্ল্যানে আপনি একদিকে যেমন 365 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। তেমনি অতিরিক্ত ডেটাও পেয়ে যাবেন।এইভাবে আপনি 29 দিন বা প্রায় এক মাসের একটা প্ল্যান ফ্রি-তে পেয়ে যাচ্ছেন। আপনিও কি জিও গ্রাহক,তাহলে আর দেরি না করে Jio-র এই বার্ষিক প্ল্যানটি রিচার্জ করে এর সুবিধাগুলি উপভোগ করুন।