PM Maandhan Yojona: কৃষকদের ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত ও দুশ্চিন্তা মুক্ত করতে মোদি সরকারের নয়া ঘোষণা। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের আনা কৃষকদের উদ্দশ্যে বিভিন্ন প্রকল্পের মধ্যে এই নয়া প্রকল্প এক অন্য মাত্রা দেবে বলে মনে করছেন সকলেই। মোদি সরকার জনস্বার্থে সর্বদাই নিয়োজিত। দেশবাসীকে সর্বদা সুরক্ষিত রাখতে সদা তৎপর, তাই সেই দেশবাসীর কথা মাথায় রেখেই সরকার এনেছে নতুন স্কিম।
যে স্কিমে লাভবান হতে পারেন অনেক কৃষকই। সেই স্কিম হল প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা (PM Kishan Maandhan Yojona), যে যোজনার মাধ্যমে প্রতিমাসে প্রবীণ কৃষক মানুষেরা পেয়ে যাবেন তিন হাজার টাকা পেনশন। শুধু তাই নয় দেশের ক্ষুদ্র ও প্রবীণ কৃষকদের কথা মাথায় রেখে এই যোজনার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কারা কারা এই যোজনায় কিভাবে আবেদন করবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
আরও খবর – ব্যাঙ্কের টাকা ফাঁকা হতে পারে চেকবুক-এর কারনে! মাথায় রাখুন এই ৭ নিয়ম
PM Kishan Maandhan Yojona কিভাবে আবেদন করবেন?
প্রথমেই কৃষকদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে। কৃষক বন্ধুর আধার নম্বর ও নাম জন্ম তারিখ যাচাই করতে হবে। এছাড়াও প্রয়োজন আইএফএসসি কোড সহ সেভিংস একাউন্ট নম্বর। পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ করতে হবে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে, যেখানে নাম নথিভুক্ত করতে হবে তাও আবার অনলাইনের মাধ্যমে। সেখানে ব্যক্তির সম্পূর্ণ তথ্য দিতে হবে কারণ গ্রাহকের বয়সের উপর নির্ভর করবে তাঁর মাসিক টাকার পরিমান কত হবে।
কোন কৃষক যদি ২৯ বছর বয়সে তাঁর নাম নথিভুক্ত করে থাকেন তাহলে সে ক্ষেত্রে তাঁকে মাসিক ১০০ টাকা করে জমা করতে হবে। প্রথমে নগদ জমা করতে হবে গ্রামীণ অফিসে তারপর ঐ ব্যক্তির নামসহ ফটো ম্যানডেড ফ্রমের কপি প্রিন্ট হবে। ভি এল ই স্ক্যানের মাধ্যমে গ্রাহকের সই আপলোড করা হবে। সবশেষে কৃষক পেয়ে যাবেন কিষান পেনশন একাউন্ট নম্বর ও প্রিন্টেড কিষান কার্ড।
আরও খবর – সুখবর! আধার কার্ড থাকলেই ১০ লক্ষ টাকা পাবে বেকার ছেলে মেয়ে সকলেই
এই যোজনার সুবিধা পেতে গেলে কৃষকদের প্রথমেই পেনশন তহবিল সাবস্ক্রাইব করতে হবে। প্রতিমাসে ১০০ টাকা করে জমা করতে হবে কৃষকদের। যদিও তা মাঝ বয়স থেকেই শুরু করতে পারেন তাঁরা। এ টাকা কেন্দ্রীয় সরকার জীবন বীমা কর্পোরেশনের পরিচালিত একটি তহবিলই জমা রাখার কথা ভেবেছেন। ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা এই স্কিমে আবেদন করতে পারবেন।
এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেছেন ১৯ লক্ষ্য ৪৭ হাজার ৫৫৮ জন। ৬০ বছর বা তার বেশি বয়সী কৃষক ব্যক্তিরা পেনশন বাবদ মাসিক ৩০০০ টাকা করে পাবেন। শুধুমাত্র কৃষক নন ওই কৃষকের মৃত্যুর পর তাঁর স্ত্রীও তাঁর স্বামীর পেনশনের ৫০ শতাংশ পাবার অধিকার রয়েছে। যাতে একপ্রকার আশায় বুক বাঁধছেন কৃষক পরিবার।
আরও খবর – 12 হাজার কনস্টেবল নিয়োগের নতুন নিয়ম চালু হতে চলেছে!