PMEGP Scheme – সুখবর! আধার কার্ড থাকলেই ১০ লক্ষ টাকা পাবে বেকার ছেলে মেয়ে সকলেই

PMEGP Scheme: কেন্দ্রে মোদি সরকার আসার পর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের মানুষের কল্যাণ সাধন হয়েছে। আজকে আমরা এই লেখার মাধ্যমে কেন্দ্র সরকারের একটি প্রকল্প নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনারা ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ঋণ পেতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকেন তবে আপনার ব্যবসার সুবিধার জন্য আপনাকে ঋণ দেবে কেন্দ্র সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন কেন্দ্র সরকার এমনই একটি প্রকল্পের উদ্ভাবন ঘটিয়েছে। এই প্রকল্পের নাম পিএমইজিপি (PMEGP)। এই প্রকল্প থেকে টাকা নেওয়ার পরে সরকার আপনাকে ৩৫ শতাংশ ভর্তুকি দেবে, এই সুবিধা কিন্তু অন্য কোনো স্কিমে পাওয়া যাবে না।

আরও খবর – 12 হাজার কনস্টেবল নিয়োগের নতুন নিয়ম চালু হতে চলেছে!

PMEGP Scheme -এর সুবিধা কারা পাবে?

১) যার নামে ঋণ নেওয়া হবে সেই ব্যক্তিকে ১৮ বছরের উর্ধ্বে বয়স হতে হবে।
২) ব্যক্তিটিকে অষ্টম শ্রেণী পাশ হতেই হবে।
৩) পিএমইজিপি প্রকল্পের মাধ্যমে ঋণ নিতে গেলে ছোট একটি ব্যবসা থাকা আবশ্যিক।
৪) যে সমস্ত ব্যক্তিরা রাজ্য বা কেন্দ্র সরকারের তরফ থেকে ভর্তুকি পাচ্ছেন তারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না।

কীভাবে আবেদন করবেন?

১) পিএমইজিপি প্রকল্পে নাম লেখাতে গেলে প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হলো www.kviconline.gov.in
২) Prime Minister Generation Programme অপশনে ক্লিক করতে হবে।
৩) Application From For Individual অপশনে গিয়ে নিজের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা যাবতীয় তথ্য সঠিকভাবে ইনপুট করুন।
৪) এরপর সেভ অ্যাপ্লিকেশন ডাটা তে ক্লিক করুন।
৫) সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করুন।

আরও খবর – রাজ্যের পঞ্চায়েতে প্রায় ৭,২১৬ শূন্যপদে কর্মী নিয়োগ!

এই প্রকল্পে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি লাগবে

১) যার নামে ঋণ নেওয়া হবে সেই ব্যক্তির আধার কার্ডের কপি।
২ কাস্ট সার্টিফিকেটের কপি।
৩ প্যান কার্ডের কপি।
৪ প্রজেক্ট রিপোর্ট।
৫ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি।
৬ ব্যাংক অ্যাকাউন্টের কপি।
৭ রুরাল এরিয়ার সার্টিফিকেটের কপি।

আরও খবর –Gold Loan নেবেন ভাবছেন? জানুন কি ভাবে মিলবে গোল্ড লোন ও কি কি নথি প্রয়োজন