Advertisement

Post Office Vacancy : পোস্ট অফিসে মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

Advertisement

Post office vacancy 2023 – চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবর চলে এসেছে। কেন্দ্রীয় সরকারের পোস্টাল ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন ধরণের শূন্যপদ (Post Office Vacancy) রয়েছে। আপনিও যদি একজন বেকার চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটি একটি বিরাট বড় সুযোগ। তাই আর দেরি না করে চলুন তবে এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

কোন কোন পদে নিয়োগ (Post Office Vacancy) করা হবে।

এখানে বিভিন্ন ধরণের শূন্যপদ (Post Office Vacancy) রয়েছে। Official Notification Memo No- No. W-17/55/2022-SPN-I, যে সব শুন্যপদ রয়েছে সেগুলি হল-

Advertisement

১) পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (Postal Assistant).

শূন্যপদ – উক্ত পদে ৫৯৮ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এর সাথে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন – WB ICDS Anganwadi Recruitment – রাজ্যে আবারো ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে! এই জেলাতে।

২) সর্টিং অ্যাসিস্ট্যান্ট ( Sorting Assistant).

শূন্যপদ – উক্ত পদে ১৪৩ টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা – গ্র্যাজুয়েশন পাস এর সাথে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে।

৩) পোস্ট ম্যান এবং মেল গার্ড (Postman and Mail Guard).

শূন্যপদ – এখানে পোস্ট ম্যান ৫৮৫ টি ও মেল গার্ড ৩টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ এর সাথে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪) মাল্টি টাস্কিং স্টাফ (MTS).

শূন্যপদ – এখানে মোট ৫৭০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। সাথে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও মাসিক বেতন

বয়সসীমা – ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – এক্ষেত্রে পদ অনুয়ায়ী লেভেল ১ থেকে লেভেল ৪ পর্যন্ত বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবেন জানুন।

এক্ষেত্রে (New post office vacancy 2023) অনলাইনের আবেদন করতে হবে।যেভাবে আবেদন করবেন-

১) আবেদন করার জন্যে https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের প্রথমে রেজিস্টার করতে হবে।
২) এরপর সমস্ত তথ্য দিয়ে আবেদনের ফর্মটি ফিলাপ করতে হবে।
৩) এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে।
৪) সবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন – WB Scheme – লক্ষ্মীর ভাণ্ডার থেকে একাধিক প্রকল্প নিয়ে বড় সুখবর দিতে চলেছে মুখ্যমন্ত্রী! কি ঘোষণা করলেন জানুন।

আবেদন মূল্য– এক্ষেত্রে GEN / OBC / EWS পুরুষ প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। তবে মহিলা এবং SC/ST/ PwBD প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি – উল্লেখিত সব পদের ক্ষেত্রে স্পোর্টস কোটার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক

অনলাইন আবেদন শুরু10.11.2023
আবেদন শেষ09.12.2023
Last date Online fee Payment09.12.2023
অফিসিয়াল নোটিশ (PDF Download)Click Here
অফিশিয়াল ওয়েবসাইটindiapost.gov.in

আরও পড়ুন – PMJDY – জন ধন অ্যাকাউন্ট থাকলেই ১০,০০০ টাকা পাবেন! এই সুবিধা কীভাবে পাবেন জেনে নিন।

Join Join