কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে?
রেশন কার্ড এর জালিয়াতিতে রেশন ডিলারদের নাম উঠে আসে খবরের পাতায়। করোনা অতিমারির পরিস্থিতিতে জনসাধারণের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিনামুল্যে রেশন ব্যবস্থা চালু করা হয়েছিল। দেশের সকল নাগরিকদের রেশনে বিনামুল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
এই বিনামুল্যে রেশন ব্যবস্থায় উপকৃত হয়েছেন দেশের ৮০ কোটি মানুষ। তবে এই রেশন সামগ্রী নিয়ে আবার বেশ কিছু অভিযোগও উঠেছে। বহু অযোগ্য মানুষ যারা নিজেদের পরিবারের কোনো মৃত ব্যক্তির Ration card বাতিল না করিয়ে এখনও পর্যন্ত সেই রেশন কার্ডে রেশন দ্রব্য তুলছেন।
অনেকে রেশন ডিলারদের হাত করে জাল Ration card বানিয়ে রেশন দোকান থেকে বিনামুল্যে চাল, ডাল, আটা, ছোলা ইত্যাদি তুলে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করছেন। এবার তাদের দিন শেষ হতে চলেছে। রাজ্য সরকার আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের ১০ লক্ষ মানুষের Ration card বাতিল করবে।
আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ১০ লক্ষ মানুষের রেশন কার্ড এই মাসের মধ্যেই বাতিল করে দেওয়া হবে।ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে।
তাই নিজের পরিবারের রেশন পরিষেবা চালু রাখতে এই মূহুর্তে সতর্ক হয়ে যান। মূলত কাদের কাদের বিনামূল্যে রেশন পরিষেবা বাতিল করা হবে?
১) যে সব ব্যক্তির ১০ বিঘের উপরে জমি থাকলে আর বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না্ল
২) পরিবারের মৃত ব্যক্তির নামে থাকা রেশন কার্ডে আর সামনের মাস থেকে রেশন পাবেন না।
৩) যারা পর পর গত চার মাস রেশন দ্রব্য তোলেননি তারা আর সামনের মাস থেকে রেশন পাবেন না।
৪) যারা সরকারের ঘরে প্রতি বছর ইনকাম ট্যাক্স দেন তারা আর সামনের মাস থেকে রেশন পাবেন না।
৫) যারা বিনামূল্যে রেশন দ্রব্য তুলে সেগুলি বাজারে বিক্রি করেন তারাও আর সামনের মাস থেকে রেশন পাবেন না।
৬) যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর ও মোবাইল নম্বর লিঙ্ক করান নি, তারাও আর সামনের মাস থেকে রেশন পাবেন না।
জাল রেশন কার্ড বা মৃত ব্যক্তির নামে থাকা রেশন কার্ড বাতিল করানোর জন্য সরকারের পক্ষ থেকে কড়া আদেশ দেওয়া হয়েছে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Sunita Mallick.
এই প্রকল্পে মাত্র ৫৫-২০০ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন।