Reliance Jio: জিওর সিম আছে? আজ থেকে আর রিচার্জ করতে পারবেন না এই দুটি প্ল্যানে!

Reliance Jio: জুলাইয়ের প্রারম্ভে একলাফে বেড়েছে মোবাইল খরচ। প্রায় সমস্ত সংস্থাই কমদামি রিচার্জ প্ল্যান গুলিকে তুলে নিয়েছে। বা বলা ভালো, লাফিয়ে দাম বাড়িয়ে দিয়েছে বেশিরভাগ রিচার্জ প্ল্যানের। সেই তালিকাতে প্রথমেই নাম আসে রিলায়েন্স জিওর (Reliance Jio)। সারাদেশে জিওর গ্রাহক সংখ্যা প্রচুর। সবাইকে চিন্তায় ফেলে টেলিকম সংস্থাটি অনেকটাই দাম বাড়িয়ে দিয়েছে প্রতিটি রিচার্জ প্ল্যানের। এরই মধ্যে খবর, কমদামি দুটি প্ল্যান চুপিসারে সরিয়ে ফেলল জিও (Reliance Jio)। আপনি যদি একজন জিওর গ্রাহক হন, তবে এই প্ল্যানদুটিতে আর রিচার্জ করতে পারবেন না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোন দুটি প্ল্যান বন্ধ করলো জিও?

ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও 149 টাকা ও 179 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলি কার্যত সরিয়ে ফেলল। জুলাই মাসের শুরুতে রিচার্জ প্ল্যানের দাম বাড়লে, জিও এই দুটি প্ল্যানের অফার বজায় রেখেছিল ঠিকই, যদিও এই দুটি প্ল্যানের বৈধতা কমিয়ে দেওয়া হয়। তবে এখন এই প্ল্যানগুলি পুরোপুরি তুলে নিল টেলিকম সংস্থা টি। অর্থাৎ আপনার ফোনে যদি জিও সিম থাকে, তবে সেটি সক্রিয় রাখার জন্য আপনার ব্যয় আরো বাড়ছে।

রিলায়েন্স জিওর 149 ও 179 টাকার প্ল্যানে কি কি সুবিধা মিলতো?

১) রিলায়েন্স জিওর 149 টাকার প্ল্যানটি ছিল মোবাইল প্রিপেড রিচার্জ প্ল্যান। এর মেয়াদ ছিল মোট 20 দিনের। যার মধ্যে মিলতো 1GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 টি করে এসএমএস পাঠানোর সুবিধা। প্রথমে এই প্ল্যানের বৈধতা কমানো হয়েছিল মোট 6 দিনের মতো। তবে এখন সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।

(২) জিওর 179 টাকার প্ল্যানটিও ছিল প্রিপেইড প্ল্যান। এর বৈধতা প্রথমে ছিল 24 দিনের জন্য। 24 দিনের এই প্ল্যানে প্রতিদিন মিলতো 1GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, 100 টি এসএমএস-এর প্রাপ্যতা। রিচার্জ বাড়ানোর পর এই প্ল্যানের বৈধতা কমানো হয়েছিল ছয় দিনের জন্য। তারপর এই প্ল্যানটি একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে।

বর্তমানে জিওর সবচেয়ে কমদামি প্ল্যান

দাম বাড়ানোর পর থেকে রিলায়েন্স জিওর প্রায় প্রতিটি প্ল্যানের দাম বেড়েছে। বর্তমানে ন্যূনতম বৈধতার রিচার্জ প্ল্যানের দাম হয়েছে 189 টাকা। অর্থাৎ মোবাইলে আউটগোয়িং চালু রাখার জন্য আপনি এই প্ল্যানে রিচার্জ করতে পারেন। জিওর এই রিচার্জ প্ল্যানটি এয়ারটেলের থেকে মাত্র 10 টাকা কম। জিওর 189 টাকার প্ল্যানে‌র বৈধতা 28 দিনের। গ্রাহকরা এই প্ল্যানে 2 GB মোবাইল ডেটা, আনলিমিটেড কলিং, 300 SMS এবং Jio অ্যাপ সাবস্ক্রিপশন পাবেন।